ট্র্যাকিওস্টোমি করা হল ঐন্দ্রিলার, এখন কেমন আছেন অভিনেত্রী?

হাসপাতাল সূত্রে কী খবর পাওয়া গেল?

হাসপাতাল সূত্রে কী খবর পাওয়া গেল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aindrila Sharma, Aindrila Sharma death, Priyanka Bhattacharjee, Olokkhij in Goa, Aindrila Sharma web series, ঐন্দ্রিলা শর্মা, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অলক্ষ্মীজ ইন গোয়া, ঐন্দ্রিলা শর্মা ওয়েব সিরিজ, টলিউডের খবর

ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক

৭২ ঘণ্টা কাটলেও এখনও বিপন্মুক্ত নন ঐন্দ্রিলা শর্মা। শুক্রবার চোখ খোলার চেষ্টা করলেও শনিবার আরও আশঙ্কাজনক অভিনেত্রী। শুরু করা হয়েছে ট্র্যাকিওস্টোমি। তবে চিকিৎসকরা এখনও আশার আলো ছাড়েননি। কেমন আছেন এখন অভিনেত্রী?

Advertisment

শনিবার হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, ঐন্দ্রিলার ট্র্যাকিওস্টোমি করা হচ্ছে। গলায় ফুটো করে নল ঢোকানো হয়েছে। ভেন্টিলেশনের মাত্রা যেন সামান্য হলেও কমানো যায়, সেইজন্য ট্র্যাকিওস্টোমি করা হয়েছে। তবে শারীরিক পরিস্থিতির কোনও হেরফের হয়নি। ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। জানা গিয়েছে, শনিবার আরও আশঙ্কাজনক ঐন্দ্রিলা।

প্রসঙ্গত, এখনও ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন ঐন্দ্রিলা শর্মা। শেষ পাওয়া খবর অনুযায়ী, জ্ঞান এখনও ফেরেনি। ব্রেন স্ট্রোক হওয়ায় কোমায় চলে গিয়েছেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে রাখা হয়েছে। তবে সংজ্ঞা না ফিরলেও বাম চোখ ও কাঁধ সামান্য নাড়িয়েছেন শুক্রবার। চোখ খোলার চেষ্টা করছেন 'জিয়নকাঠি' অভিনেত্রী। এদিকে ঐন্দ্রিলার জন্য উদ্বিগ্ন ইন্ডাস্ট্রির সহকর্মী, সিনিয়র তারকা থেকে অনুরাগীরাও। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

<আরও পড়ুন: ভেন্টিলেশনে ঐন্দ্রিলা, ‘ঈশ্বর তুমি এত নিষ্ঠুর কেন?’ মন খারাপ নিয়ে লিখলেন গৌরব>

Advertisment

উল্লেখ্য, দু-বার ক্যানসারকে হারিয়ে যুদ্ধজয় করেছেন। আর এই যুদ্ধে পাশে পেয়েছেন বন্ধু প্রেমিক সব্যসাচী চৌধুরিকে। অভিনেত্রীর সঙ্গে তিনিও লড়ে যাচ্ছেন সমানে। ‘বামাক্ষ্যাপা’ অভিনেতা দৃঢ় অঙ্গীকার, “নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।”

বৃহস্পতিবারই ঐন্দ্রিলার মা শিখা শর্মা মেয়ের শারীরিক পরিস্থিতির পাশাপাশি পুত্র-সম সব্যসাচী চৌধুরিকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানান, ‘ছেলেটা তিন দিন ধরে ঠায় হাসপাতালের এক কোণায় বসে রয়েছে। কারও সঙ্গে বিশেষ কথা বলছে না। খাবার খাওয়ার কথা বললে কিংবা সুবিধে-অসুবিধে খোঁজ নিলে খালি বলছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি ঠিক আছি..।’

tollywood Entertainment News Sabyasachi Chowdhury Aindrila Sharma