Bengali Actresses in South Indian movies: বাঙালি হলেই যে বাংলা ছবিতে অভিনয় করতে হবে এমন তো কোনও কথা নেই। দক্ষিণী ছবির জগতে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন যাঁরা আদতে বাঙালি। সাম্প্রতিক কালের অভিনেত্রীদের মধ্যে প্রথমেই আসে ঐন্দ্রিতা রায় ও রিচা গঙ্গোপাধ্যায়ের নাম যদিও এই মুহূর্তে ছবির জগৎ থেকে একটু দূরেই রয়েছেন রিচা।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় নুসরত-নিখিল! কোথায় গেলেন?
ঐন্দ্রিতা রায় দক্ষিণের পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। ২০১৪ সালের ছবি, জিৎ অভিনীত 'বচ্চন'-এ প্রথম তাঁকে দেখেন বাঙালি দর্শক। ছবিটি খুব একটা সফল না হলেও সুন্দরী অভিনেত্রীকে মনে রেখেছিলেন দর্শক। কিন্তু ঐন্দ্রিতা বাংলা ছবিতে কেরিয়ার করার কথা সেভাবে ভাবেননি। তার অনেক আগেই তিনি কাজ শুরু করে দিয়েছেন দক্ষিণে। ২০১০ সালের ছবি 'বীরা পরম্পরা' ও ২০১৩ সালের ছবি 'বজরঙ্গি' খুবই উল্লেখযোগ্য।
এখনও পর্যন্ত ঐন্দ্রিতা শেষ যে বাংলা ছবিটি করেছেন, সেটি হল সোহম অভিনীত 'আমার আপনজন'। ওই ছবিটিও খুব একটা সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। এই বছরের গোড়াতেই বিয়ে করেছেন ঐন্দ্রিতা। আশা করা যায়, ভবিষ্যতে তেমন কোনও উল্লেখযোগ্য বাংলা ছবিতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: ‘কীভাবে টাকা রোজগার করছে, তা নিয়ে কথা বলার আমি কেউ নই’, এসকর্ট প্রসঙ্গে মন্তব্য সায়ন্তনীর
ঐন্দ্রিতার প্রায় সমসাময়িক রিচা গঙ্গোপাধ্যায়, যাঁর আসল নাম অন্তরা গঙ্গোপাধ্যায়। বিদেশে বড় বয়েছেন রিচা। মডেলিং দিয়ে শুরু করেন এবং ২০০৭ সালে মিস ইন্ডিয়া ইউএসএ টাইটেল জিতে নেন। তার পরে মূলত বিজ্ঞাপনের ছবিতে কাজ করেছেন কিছুদিন। দক্ষিণী ছবিতে তাঁর প্রথম কাজ ২০১০ সালের তামিল ছবি 'মায়াক্কম এন্না'। ওই ছবিতে রিচার অভিনয় বেশ প্রশংসিত হয়। তবে রিচার ফিল্ম কেরিয়ার খুব বেশিদিনের নয়। সাকুল্যে চার বছর বলা যায়। তার পরেই তিনি সরে গিয়েছেন ফিল্ম জগৎ থেকে।
রিচাকে একটিমাত্র বাংলা ছবিতে দেখেছেন দর্শক-- ২০১২ সালের ছবি 'বিক্রম সিংহ' যেখানে নায়কের ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ। তার পরের বছরই ছবির জগৎ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন রিচা এবং বিদেশে ফিরে যান। শোনা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ে করছেন তিনি। আবার কখনও বাংলা বা দক্ষিণী ছবিতে তাঁকে দেখা যাবে কি না, তা সময়ই বলবে।