Advertisment

মধুচন্দ্রিমায় নুসরত, মরিশাস থেকে ছবি শেয়ার করলেন অভিনেত্রী

প্রথমে কলকাতা থেকে মুম্বই, সেখানে থেকে ভোরের বিমানে হানিমুনে উড়ে গিয়েছেন তারা। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুমচোখে ফ্লাইটের জন্য অপেক্ষা করার ছবি নিজেই পোস্ট করেছেন নায়িকা-সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
nusrat

শেষপর্যন্ত, নিজেদের জন্য সময় বার করলেন নিখিল ও নুসরত। ফোটো- ইনস্টাগ্রাম

বিয়ের পর এক মূহুর্ত সময় পাননি সাংসদ নুসরত জাহান। বিয়ে সেরেই রওনা দিয়েছিলেন দিল্লির উদ্দেশ্যে, ফিরে কলকাতার রিসেপশন। শেষপর্যন্ত, নিজেদের জন্য সময় বার করলেন নিখিল ও নুসরত। মধুচন্দ্রিমার উদ্দেশে গেলেন তারা। তাদের সোশাল মিডিয়ার পোস্ট থেকেই জানা গিয়েছে এই খবর। হানিমুনে মরিশাসে গিয়েছেন নবদম্পতি।

Advertisment

প্রথমে কলকাতা থেকে মুম্বই, সেখানে থেকে ভোরের বিমানে মরিশাস উড়ে গিয়েছেন তারা। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুমচোখে ফ্লাইটের জন্য অপেক্ষা করার ছবি নিজেই পোস্ট করেছেন নায়িকা-সাংসদ।

View this post on Instagram

#thenjaffair Sun Sea Sky @shangrilahotels . With my moon @nusratchirps

A post shared by Nikhil Jain (@nikhiljain09) on

আরও পড়ুন, বিয়ের পর কেমন সময় কাটাচ্ছেন নুসরত, দেখুন ফোটো

View this post on Instagram

#lovelock So Lovely They Look????????????????

A post shared by Nusrat_Jahan_Fan_Forever❤️ (@nusrat_jahan_fan_forever) on

১৯ জুন তুরস্কের বোদরুম শহরে জাকজঁমক আয়োজনে বিয়ে করেছেন নুসরত জাহান। এদিন উড়ে যাওয়ার আগে খোশমেজাজেই দেখা গেল নিখিল ও নুসরতকে। নিজেদের রোমান্টিক মূহুর্তের ছবি এবং টিকিটের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা। মিমি চক্রবর্তীকেও ট্যাগ করে মরিশাসের মিষ্টির ভিডিও শেয়ার করেছেন নুসরত।

nusrat মরিশাস পৌঁছে ছবি পোস্ট করলেন নুসরত। ফোটো- ইনস্টাগ্রাম

আরও পড়ুন, বিদ্যা বালানের বিপরীতে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে

nusrat in নুসরত বিমানবন্দরে। ফোটো- ইনস্টাগ্রাম

ডেস্টিনেশন বিয়ের উদ্দেশ্যে বোদরুমে গিয়েছিলেন নুসরত জাহান। যদিও তার কোনও ছবি প্রথমে মিডিয়ার কাছে এসে পৌঁছয়নি। পরে নিজেরাই সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রথম ছবি। একটি ইভেন্টে নুসরতের সঙ্গে আলাপ হয় নিখিলের। তারপরে প্রেম ও বিয়ে।এলাহি আয়োজন হয়েছিল তাদের বিয়ে উপলক্ষ্যে। প্রত্যেক অতিথির ঘরে রয়েছে এনজে লোগো। পরে সাংসদে শপথ বাক্য পাঠের দিন নুসরতের সাজ ঝড় তুলেছিল।

Nusrat Jahan
Advertisment