আট বছরের অপেক্ষার পর আবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। 'গুলাব জামুন' ছবিতে দেখা যাবে তাঁদের। মিড-ডেকে ঐশ্বর্য জানিয়েছেন, "অভিষেক আর আমি 'গুলাব জামুনে' কাজ করতে রাজি হয়েছি। আমি অভিষেককে বলেছিলাম 'মন মর্জিয়ার' পর ও কী করতে চায় সেই সিন্ধান্তটা ওকেই নিতে হবে।"
সংবাদ মাধ্যমকে অ্যাশ জানান, দেড় বছর আগে ছবিটার অফার পেয়েছিলেন তিনি, এবং তখনই রাজিও হয়েছিলেন। "তখনই এই ছবিটার জন্য আমরা রাজি হয়েছিলাম। তবে অভি সময় নিয়েছিল। অনুরাগ কশ্যপের 'মন মর্জিয়া' শেষ করে বেশ কিছুটা সময় পায় আর সিন্ধান্ত নেয় এই ছবিতে কাজ করবে। ছবির চিত্রনাট্য বেশ সুন্দর আর আমরা ভালভাবেই তাতে মানিয়ে গিয়েছি," বলেছেন ঐশ্বর্য।
আরও পড়ুন, গো গোয়া গনের সিক্যুয়েল নিয়ে ভাবিত ছবির কলাকুশলীরা
পরিচালক মণি রত্নমের 'রাবণ' ছবিতে শেষ তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সময়টা ছিল ২০১০। বেশ কিছু সময় ধরে তাদের একসঙ্গে কাজ করার কথা শোনা গেলেও প্রজেক্ট নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। অগাস্টের ৩ তারিখেই মুক্তি পাচ্ছে ঐশ্বর্যর 'ফ্যানি খান'। অতুল মঞ্জরেকরের ছবিতে অ্যাশের সঙ্গে দেখা যাবে অনিল কাপুর ও রাজকুমার রাওকে। অভিষেক বচ্চনের সামনে রয়েছে অনুরাগ কশ্যপের 'মন মর্জিয়া'। তাপসি পান্নু ও বিকি কৌশল অভিনীত এই ছবি হলে আসবে ১৪ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, রাবণের আগে গুরু, ধুম টু ও উমরাও জান ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঐশ্বর্য-অভিষেক।