Naga Chaitanya Sobhita Dhulipala : ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন সংসারে পা রেখেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। বিয়ের একদিন পরই ছেলে-বউমাকে নিয়ে মন্দিরে পৌঁছলেন নাগার্জুন। ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন সংসার শুরু করলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। বিয়ের পর প্রথমবার নবদম্পতিকে দেখে আপ্লুত জুটির ভক্তরা। এবার রানা দুগ্গাবতীর শোয়ের অতিথি হয়ে এসেছেন নাগা চৈতন্য।
ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন নাগা। বিয়ে থেকে কেরিয়ার, আমির খান-সাই পল্লবীর সঙ্গে কাজের অভিজ্ঞতা সব নিয়েই বিন্দাস অভিনেতা। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই শো খুবই জনপ্রিয়। দক্ষিণী অভিনেতা সেখানেই অকপটে স্বীকার করেছেন, তাঁর অনেকগুলো সন্তান চাই।
উল্লেখ্য, রানা দুগ্গাবতী নাগা চৈতন্যর তুতো ভাই। তাঁর শো নাগা অকপটে পরিবার পরিকল্পানর কথা জানালেন। সেই প্রসঙ্গে নাগার মত, 'আমার যখন বয়স ৫০ হবে তখন যেন আমার অনেকগুলো সন্তান থাকে বা একটা-দুটো। আমি ওদের সঙ্গে সময় কাটাব যা আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।'
অভিনেতার বিশেষ বন্ধুবান্ধব নেই। এই প্রসঙ্গে নাগার উত্তর, 'তুমিই এমন একজন যার মাধ্যমে আমার সকলের সঙ্গে যোগসূত্র তৈরি হয়ে যায়। যখনই আমাকে কোনও টক শোয়ে ডাকা হয় তোমার নামটা উল্লেখ করি। তখন তাঁরা আমাকে জিজ্ঞেস করেন, উনি তো তোমার তুতো ভাই?'
রানা দুগ্গাবতী তাঁর চ্যাট শো মনের কথা নাগা চৈতন্যর সঙ্গে শেয়ার করেন। তিনি বলেন, 'আমি ইন্ডাস্ট্রির কোনও একটা পার্টিতে তোমাকে শার্টলেস হয়ে বারে নাচ করতে দেখতে চাই।' এই কথা শুনে চে(নাগা) কিন্তু মোটেই রেগে যাননি, বরং খুব শীঘ্রই ভাইয়ের ইচ্ছে পূরণ করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। সাই পল্লবী ও আমির খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন নাগা।
আপকামিং তেলুগু মুভিতে সাই পল্লবীর সঙ্গে দেখা যাবে নাগাকে। আর অতীতে লাল সিং চড্ডায় আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। দুজনের সঙ্গেই কাজের ভালো অভিজ্ঞতা। আমির প্রসঙ্গে নাগা চৈতন্যর উপলোব্ধি, 'প্রতিদিন সকালে স্কুলে যেতাম আর রাতে পরীক্ষা দিয়ে ফিরতাম। ২০ দিনের শ্যুটিংয়ের জন্য দু'মাসের মহড়া চলেছিল।'
আরও পড়ুন: ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু নাগা-শোভিতার সাংসারিক জীবন, ছেলে-বউমাকে নিয়ে মন্দিরে নাগার্জুন