Aishwarya Rai in Cannes: Cannes ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, আর সেখানে ঐশ্বর্য রাই তাক লাগাবেন না, এ আবার হতে পারে নাকি? সূত্র মারফত খবর আসছিল ২১ এবং ২২ তারিখ কানে থাকবেন অভিনেত্রী। তাকে বলিউডের কান কুইনও বলা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে, অভিনেত্রী সবসময় রুল করেছেন চলচ্চিত্র উৎসবের মঞ্চ। এর আগেও শাড়িতে তাক লাগিয়েছেন ঐশ্বর্য। কানে যখন ডেবিউ করেছিলেন তখন হলুদ রঙের একটি শাড়ি পড়েই গিয়েছিলেন তিনি। সেই লুক আজও ভাইরাল।
তার মধ্যে গতকাল রাতে ঐশ্বর্য যেন আরেকবার করে বুঝিয়ে দিলেন, তিনি সম্পূর্ণ ভারতীয় নারী এবং ভারতের সংস্কৃতি এবং শিক্ষাকে নিজের সঙ্গে নিয়ে চলেন। কারণ, তাঁর পোশাক অবশ্যই। আইভরি রঙের বেনারসি, হ্যান্ড ওভেন কাদওয়া বেনারসি, এবং সঙ্গে দারুণ কয়েকটি নেকলেস! রুবি খচিত লাল রঙের নেকলেস যেন অনেক কিছুই বলে দিল। ঐশ্বর্যর এই সাজ দেখে বেশ কিছু বিষয়, অবশ্যই উল্লেখ করতে হয়। এক তো শাড়ি, ভারতীয় নারীদের জন্য এক সিগনিফিকেন্ট পোশাক। দ্বিতীয় ঐশ্বর্য রাইয়ের মাথায় সিঁদুর।
Noble Best Songs: নোবেলের এই পাঁচটি পারফরমেন্স, বিচারকরা চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন, শুনেছেন?
সধবা নারীরা সিঁদুরের গুরুত্ব খুব ভালই জানেন। তার মধ্যে বিশ্ব সুন্দরীর জীবনে, শেষ কয়েক মাসে ঘটেছে নানা ঘটনা। তাঁর মধ্যে একটি, তার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল, যেখানে শোনা যায়, অভিষেক নাকি, অন্য সম্পর্কে জড়িয়েছেন সে কারণেই ঐশ্বর্যর সঙ্গে তার বিচ্ছেদ হতে চলেছে। এখানেই শেষ নয়। রিপোর্ট এমন দাবি করেছিল, ঐশ্বর্য নাকি নিজের বাড়ি থেকে বেড়িয়ে, তার বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলেন। কিন্তু সেই সমস্ত গুজব কে মিথ্যে প্রমাণ করেছেন ঐশ্বর্য।
Lead Vocalist Died: ৩১শেই মর্মান্তিক মৃত্যু! জন্মদিনের ৫দিন আগেই অকাল প্রয়াণ লিড ভোকালিস্টের...
অভিনেত্রীর সাদা বেনারসির সঙ্গে লাল সিঁদুর, সব মিলিয়ে সেই লুক ভাইরাল। এবং তার সিঁদুর এইটুকু প্রমাণ করেছে, তিনি আদ্যোপান্ত সুখী সংসারী মানুষ। অন্যদিকে, একথা বলতেই হয় ভারতের পরিস্থিতির সঙ্গে মানানসই ও তার লুকটা। শেষ কিছু সময়,অপারেশন সিন্দুরের কারণে উত্তপ্ত ছিল ভারত। পহেলগাঁও এ হিন্দু মা বোনদের সিঁদুর মুছে ফেলার প্রতিবাদে ভারত সরকার, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালায়। সেখানেই যে লোগো তারা ইউজ করেছিলেন, এটি সাদা এবং লালের সংমিশ্রণ এ এক দারুণ রূপ পেয়েছিল। তাই অনেকেই মনে করছেন ভারত সরকার এবং ভারতীয় নারীদের সিঁদুরের মর্যাদা বোঝাতেই বিশ্বসুন্দরী এই লুকটা বেছে নিয়েছিলেন।
প্রসঙ্গত ঐশ্বর্য যখন থেকেই রূপ প্রকাশ্যে এনেছেন, তখন থেকেই তার ভক্ত এবং ফ্যাশন ক্রিটিকরা একটাই কথা বলছেন, ক্লাস ইস পার্মানেন্ট! ঐশ্বর্য ছাড়া কান অসম্পূর্ণ।