Advertisment
Presenting Partner
Desktop GIF

Aishwarya Rai Bachchan: 'আমার যদি চামড়াটা আরও মোটা হত...', বিবাহ বিচ্ছেদের চর্চা তুঙ্গে, কেন এ কথা বলেন ঐশ্বর্য?

Aishwarya Abhishek rumors: ঐশ্বর্য এবং অভিষেকের বিবাহ বিচ্ছেদের আসল কোন প্রসঙ্গ এখন উত্থাপন করা যায়নি। কারণ দুজনে অফিসিয়ালি এই প্রসঙ্গে কোনো জানান দেন নি। কিন্তু আদৌ ঘটনা ঘটছে কিনা তার মধ্যখানে ভক্তরা বেশ উদ্বিগ্ন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
aishwarya abhishek divorce

Aishwarya-Abhishek Rumors: ঐশ্বর্য অভিষেকের বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে...

ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের বিয়ের সম্পর্ক নিয়ে নানা আলোচনা। চারিদিকে এমনটাই চর্চা তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ আসন্ন। যদিও এই বিষয় দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।

Advertisment

অভিষেক যদিও বা মাঝেমধ্যে সমাজ মাধ্যমে কিছু কিছু পোস্ট করছেন। কখনো তিনি টুইটারে গিয়ে এমন লিখেছিলেন, আমার যে দ্বিতীয়বার বিয়ে হতে যাচ্ছে এ সম্পর্কে আমি জানিনা। তারিখটা ঠিক হলে একটু জানাবেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে, ঐশ্বর্য তার বাপের বাড়ির অনুষ্ঠান, একাই অ্যাডেন্ড করছেন।

কিন্তু ঐশ্বর্য এবং অভিষেকের বিবাহ বিচ্ছেদের আসল কোন প্রসঙ্গ এখন উত্থাপন করা যায়নি। কারণ দুজনে অফিসিয়ালি এই প্রসঙ্গে কোনো জানান দেন নি। কিন্তু আদৌ ঘটনা ঘটছে কিনা তার মধ্যখানে ভক্তরা বেশ উদ্বিগ্ন। তারা মোটেই একেবারে চান না অভিষেকের সঙ্গে ঐশ্বর্য বিচ্ছেদ হোক। এসবের মাঝে সমাজ মাধ্যমে, পুরনো কিছু ভিডিও ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন  -  Himansh Kohli Marriage: ইস্কন মন্দিরে গাঁটছড়া বাঁধলেন নেহা কক্করের প্রাক্তন হিমাংশ, আপন করে নিলেন ভিনীকে...

যেগুলি তারকা দম্পতির পুরনো ভিডিও। কিন্তু নিজেদের সম্পর্ক এবং পরিবার নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করেছেন একসময়। অভিনেত্রী ঐশ্বর্য এবং পরিবারের মানুষ ঐশ্বর্যের মধ্যে অনেক তফাৎ রয়েছে, সেরকম কিছুই সিমি গরেয়ালের অনুষ্ঠানে জানিয়েছিলেন তিনি।

অভিনেত্রীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তিনি ঐশ্বর্য তারকা চেহারা দেখেছেন, অন্যদিকে এমন ভাবে ঐশ্বর্যকে দেখেছেন যেখানে তিনি পরিবারের সাথে একদম আলাদা ধরনের মানুষ। তার পরিবার কি এখনো কোনো রকম কেলেঙ্কারির ঘটনা শুনলে কুঁকড়ে যান? উত্তরে ঐশ্বর্য বলেছিলেন...

"আমি নিশ্চিত আমরা সবাই খুব সংবেদনশীল মানুষ। আমার পরিবারের লোকেরা ও তাই। আমি কষ্ট পেলে খুব বিরক্ত হন। কোন মানুষ সংবেদনশীল হওয়া কোন ক্ষতি নয়। কারণ সেটি তাকে তার শিকরের সঙ্গে জিরো থাকতে বাধ্য করে। আবার কিছু কিছু নেতিবাচক দিকে দেখতে পাওয়া যায়। মাঝেমধ্যে আমার মনে হয় আমি যদি আরও শক্ত হতাম, যদি আমার চামড়া আরো মোটা হতো, যেটা আমি নই আসলে। আমি খুব শান্ত এবং সুরক্ষিত থাকতে পছন্দ করি।"

উল্লেখ ঐশ্বর্য এবং অভিষেকের যেদিন থেকে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশে এসেছে, সেদিন থেকে তাদের ভক্তরা জয়া এবং শ্বেতা বচ্চনকে নানান ভাবে কটাক্ষ করছেন। কারণ বেশিরভাগের দাবি এমনই, তাদের মধ্যে অশান্তির রেশ শুরু করেছেন এই দুই মানুষ। ঐশ্বর্য জলসা থেকে বেরিয়ে নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করেছেন, এমনটাও শোনা গিয়েছে।

Bollywood Actor Aishwarya Rai Bachchan bollywood Abhishek Bachchan bollywood actress
Advertisment