Aishwarya Rai : ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তো চলছেই। এবার সেই চর্চা খানিকটা উসকে গেল দুবাইয়ে উইম্যান এমপাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনাসভায়। আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে স্ক্রিনে পরিচয় বিভাগে ভেসে উঠল রাই সুন্দরীর নাম। তবে সেখানে লেখা ছিল ঐশ্বর্য রাই। উধাও 'বচ্চন' পদবি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই দানা বেঁধেছে সন্দেহ। সত্যিই অভিষেক-ঐশ্বর্যর পথ আলাদা হয়েছে? বিয়ের পর থেকেই নামের পাশে 'বচ্চন' পদবি ব্যবহার করেন ঐশ্বর্য। সোশ্যাল মিডিয়া পেজেও এখনও উজ্জ্বল 'বচ্চন' পদবী। কিন্তু, দুবাইয়ের অনুষ্ঠানে স্ক্রিনে শুধু ঐশ্বর্য রাই দেখার পর নিন্দুকদের সন্দেহ আরও জোড়াল হয়েছে। তাঁদের অনুমান, বচ্চন পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই রাই সুন্দরীর।
বিশ্বের দরবারে খোদ অভিনেত্রী নিজেকে শুধু ঐশ্বর্য রাই বলে পরিচয় দিয়েছেন। এই ঘটনা ডিভোর্স গুঞ্জনকে ফের উসকে দিল সে কথা বলাইবাহুল্য। কোনও না কোনও ঘটনায় প্রতিনিয়তই যেন অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
উল্লেখ্য, অতীতে কেউ তাঁকে ঐশ্বর্য রাই বলে সম্বোধন করলে তাঁর ভুল সংশোধন কে বলতেন তাঁকে যেন রাই বচ্চন বলা হয়। কিন্তু, এবার সেই চেনা চিত্রটা মুহূর্তে বদলে গেল। আন্তর্জাতিক মঞ্চে প্রাক্তন বিশ্বসুন্দরী কিন্তু, বচ্চন পদবি ব্যবহার না করাতে বিন্দুমাত্র আপত্তি করলেন না। রুপোলি কাজ করা উজ্জ্বল নীল গাউনে ঐশ্বর্য যেন আজও 'সুইট সিক্সটিন'।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে বেশ কিছু ঘটনায় বারংবার অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় স্পষ্ট হয়েছে। আম্বানিদের বিয়েতে আরাধ্যাকে নিয়ে একাই এসেছিলেন অভিষেক ঘরণী। সেই সময় সেখানে উপস্থিত ছিল পুরো বচ্চন পরিবার।
কিন্তু, ঐশ্বর্য-আরাধ্যার সঙ্গে একবারও দেখা যায়নি পরিবারের কোনও সদস্যকে। এছাড়াও আরাধ্যার জন্মদিনে কোনও ছবি নেই সোশ্যাল মিডিয়ায়। ঐশ্বর্য-অভিষেকও একে অপরের জন্মদিনে নীরব ছিলেন। এর মাঝে নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে জুনিয়র বচ্চনের।
আরও পড়ুন: 'আমার অত সময় নেই যে...', বিচ্ছেদের পর মালাইকার পোস্টে 'টার্গেট' অর্জুন?