Arjun-Malaika : 'আমার অত সময় নেই যে...', বিচ্ছেদের পর মালাইকার পোস্টে 'টার্গেট' অর্জুন?

Malaika Arora Post : সোশ্যাল মিডিয়ায় কখনও মজার পোস্ট তো কখনও আবার সিরিয়াস পোস্টও করেন মালাইকা। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনকে টার্গেট করে নতুন পোস্ট শেয়ার করলেন বলিউডের মুন্নি?

Malaika Arora Post : সোশ্যাল মিডিয়ায় কখনও মজার পোস্ট তো কখনও আবার সিরিয়াস পোস্টও করেন মালাইকা। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনকে টার্গেট করে নতুন পোস্ট শেয়ার করলেন বলিউডের মুন্নি?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
একের পর এক ফ্লপ ছবি, তবুও কোটি কোটি আয়, জেনে নিন অভিনেতা অর্জুন কাপুরের মোট সম্পদ

বিচ্ছেদের পর মালাইকার পোস্টে 'টার্গেট' অর্জুন?

Malaika Arora Cryptic Post : অর্জুন কাপুর আর মালাইকা অরোরা এখন বিনোদনের টাটকা গসিপ। মাখমাখ প্রেমের রোম্যান্টিক ছবি শেয়ার করে লাইমলাইটে থাকতেন প্রাক্তন তারকা জুটি। ব্রেক-আপের পরও প্রাক্তন জুটিকে নিয়ে চর্চা জারি। মিস্ট্রি ম্যানের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় লেন্সবন্দি হওয়ার ঘটনা তো এখন বিনোদনের হট কেক। অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর অকপটে স্বীকার করেছেন বিচ্ছেদের পর একাকীত্বে কাটিয়েছেন। নিজেকে সিঙ্গল হিসেবেও ঘোষণা করেছেন ইশকজাদে খ্যাত অভিনেতা। মালাইকা কিন্তু, অতীত ভুলে জীবনে এগিয়ে চলছেন। তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই বেশ স্পষ্ট। অর্জুন-মালাইকাকে নিয়ে যখন চর্চা চলছে তখন ইনস্টা স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করলেন বলিউডের মুন্নি।

Advertisment

মালাইকার পোস্টে লেখা,  'আমার কাছে অত সময় নেই যে আমাকে অপছন্দ করে তাঁকে নিয়ে ভাবব। তার চেয়ে বরং যাঁরা আমাকে ভালবাসেন তাঁদের নিয়েই আমি জীবনে ব্যস্ত থাকতে চাই'। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়াতেই রিলেশনশিপ স্টেটাস নিয়ে পোস্ট শেয়ার করেন মালাইকা। মজার একটি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে লেখা, এই মুহূর্তে আমার স্টেটাস...এরপর তিনটি অপশন, সম্পর্কে রয়েছি-সিঙ্গল-হেহেহে। শেষ অপশনটাই বেছে নিয়েছেন মালাইকা। 

মিস্ট্রি ম্যানের সঙ্গে সেলেব পাপারিৎজ্জিদের সঙ্গে লেন্সবন্দি হচ্ছেন বলিউডের মুন্নি। এর আগে স্পেনে মালাইকার ছুটি কাটানোর ছবিতেও দেখা গিয়েছিল এই ব্যক্তিকে। মুম্বইয়ে প্যাপেদের ক্যামেরায় যুগলের ছবি ধরা পড়লেও ব্যক্তিগতজীবন নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন চর্চিত কাপল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর কোনও রাখঢাক না করেই প্রাক্তনকে নিয়ে কথা বলেছেন। 

Advertisment

আরও পড়ুন:১৮ বছরের দাম্পত্যে ইতি! দুবছর আলাদা থাকার পর অবশেষে ডিভোর্স ঐশ্বর্যের

সঞ্চালক তাঁর কাছে মজা করেই জানতে চেয়েছিলেন, তিনি কোনও দিন প্রাক্তনকে মধ্যরাতে মেসেজ করেছেন কিনা। অকপটে অর্জুনও বলেন, 'যে বলবে সে কখনও তাঁর প্রাক্তনকে মেসেজ করেনি সে মিথ্যা কথা বলবে।' এই কথার মধ্যেই স্পষ্ট যে অর্জুনও বিচ্ছেদের পরও মালাইকাকে  মেসেজ করেছেন। 

প্রসঙ্গত, চলতি বছরের দিওয়ালি পার্টিতেই নিজেকে 'সিঙ্গল' ঘোষণা করেন অর্জুন। ২০১৮ থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে সময় কাটানোর বা ঘুরতে যাওয়ার লাভিডাভি মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিতেন। তবে বিচ্ছেদের পরও কিন্তু, মালাইকার বাবার মৃত্যুতে প্রাক্তনের পাশে ছিলেন অর্জুন। 

Bollywood Couple Bollywood Actor Malaika Arora bollywood movie Bollywood News Arjun Kapur bollywood actress