Advertisment
Presenting Partner
Desktop GIF

Ajay Devgan: জিপ ভর্তি তলোয়ার-হকি স্টিক, অজয় দেবগণকে মদের বোতল হাতেই গ্রেফতার করে পুলিশ!

Ajay Arrested by Police : সন্দেহ ছিল জোরালো, তাঁর সঙ্গেই আরও কিছু পরিচিত মুখও গ্রেফতার হন!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vindu dara singh, ajay devgn, veeru devgn, ajay devgan, ajay devgn father, veeru devgn pic, ajay devgn father name, dara singh, dara singh son, ajay devgan arrested, ajay devgan police case

Ajay Devgan police- কী হয়েছিল অজয়ের সঙ্গে?

Ajay Devgan: অজয় দেবগনের জীবনেও এসেছিল বিপদ! কেন? তখন তিনি নিজের বাবার পরিচয় দিয়ে বেঁচে ফিরে এসেছিলেন। কিন্তু হয়েছিল আসলে কী? নিজের ছেলেমেয়েদের ব্যাপারে যে কিনা এত কঠোরতা মেনে চলেন, নিজের ক্ষেত্রে...

Advertisment

একসময় তব্বু জানিয়েছিলেন, অজয় দেবগন ( Ajay Devgan ), শুধু কলেজে যেতেন মাত্র। পড়াশোনা করতেন না। জিপ নিয়েই ঘুরতেন সবসময়। বলিউড ফাইট মাস্টার বিরু দেবগণের ছেলে হওয়ার দরুন তাঁর পরিচয় ছিল। কাউকে নাকি তিনি পাত্তা দিতেন না। কিন্তু, একবার হোলি উপলক্ষেই যা বিপদে পড়েছিলেন তিনি। সেই গল্পই শেয়ার করেছেন বিশিষ্ট অভিনেতা দ্বারা সিং পুত্র বিন্দু দ্বারা সিং ( Vindu Dara Singh )।

কী বললেন তিনি?

একসময় তারা সকলেই বেশ ভাল বন্ধু ছিলেন। কলেজের পাশাপাশি একসঙ্গে তারা সময় কাটাতেন। বিন্দু বলেন, হোলি পার্টি ছিল। অজয় জিপ ড্রাইভ করে এল, বলল চলো ব্যান্দ্রা যাই। কার্টার রোড দিয়ে যখন যাচ্ছি, মনে হল যে একটু বিয়ার খাই। ব্যস! গাড়ি থেকে নেমে যেই সেই দোকানে গিয়েছি সেখানে অনেক পুলিশ অফিসার ছিলেন। তারা কী যে বুঝলেন জানি না। ভাবলেন, এতগুলো ছেলে জিপে কী করছে।

আরও পড়ুন - Subhahsree-Yuvaan: এটুকু বয়সেই সংসারের এত দায়িত্ব? ইউভানের শনিবারের শিডিউল দেখালেন মা শুভশ্রী

কাহিনী এখানেই শেষ না। তিনি আরও বলেন, যেহেতু বিরু আঙ্কেল স্টান্ট মাস্টার ছিলেন তাঁর কিছু সরঞ্জাম গাড়িতে ছিল। যেমন কিছু তলোয়ার এবং হকি স্টিক, এতেই আরও সন্দেহ বেড়ে যায় পুলিশদের। তারা এসে সাফ জিজ্ঞেস করেন, এটা কার গাড়ি! আর এসব কী গাড়িতে? বিন্দুর কথায়, আমরা সামনে বলে যাচ্ছিলাম যে অজয় বিরু আংকেলের ছেলে। এগুলো সিনেমার প্রয়োজনে রাখা। কিন্তু, তারা আমাদের অ্যারেস্ট করে নেন। থানায় নিয়ে যান। আমাদের বন্ধুরা বলছিল, একজন দ্বারা জির ছেলে একজন বিরু দেবগণের।

কিন্তু সুরাহা হয়নি। বরং তারপর বড়দের সহায়তায় তারা বেঁচে ফিরেছিলেন। পুলিশের কাছে যখন আসলেই খবর সে যে তারা মিথ্যে বলছেন না তখনই, তাঁদের ছেড়ে দেওয়া হয়।

bollywood Entertainment News Ajay Devgn
Advertisment