New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/ranbir-kapoor-ajay-devgn-759.jpeg)
সনু কে টিট্টু কি সুইটির সাফল্যের পর বলিউডের বড় লিগের দৌড়ে নামছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর নির্দেশনায় এবার একসঙ্গে স্ক্রিনে আসছেন অজয় দেবগণ ও রণবীর কাপুর।
সনু কে টিট্টু কি সুইটির সাফল্যের পর বলিউডের বড় লিগের দৌড়ে নামছেন পরিচালক লাভ রঞ্জন। তাঁর নির্দেশনায় এবার একসঙ্গে স্ক্রিনে আসছেন অজয় দেবগণ ও রণবীর কাপুর। শ্যুটিং শুরু আগামী বছর। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক।
বলিউডের অন্যতম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এ ছবির কাস্টিং নিয়ে অত্যন্ত উৎসাহী।
It's a casting coup... Ajay Devgn and Ranbir Kapoor... Luv Ranjan brings the two powerhouse actors in his next film, after the phenomenal success of #SonuKeTituKiSweety and #PKP series... Shooting starts in 2019. pic.twitter.com/Cb3f21CHA7
— taran adarsh (@taran_adarsh) May 15, 2018
Ajay Devgn and Ranbir Kapoor to star in Luv Ranjan's next. pic.twitter.com/u5C45Rv3ho
— Team Ajay Devgn (@TeamAjayDevgn) May 15, 2018
আরও পড়ুন, শামশেরায় রণবীর কাপুরের সঙ্গে বাণী কাপুরের রোম্যান্স
আপাতত নিজেদের কাজে ব্যস্ত বলিউডের প্রথমসারির এই দুই অভিনেতা। রণবীর কাপুর ব্যস্ত সঞ্জয় দত্তের বায়োপিক সনজু সহ বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে। আর অজয় দেবগণের নজর আর এক বায়োপিক তানাজি-দ্য আনসাং ওয়ারিয়রের দিকে। তানাজি শিবাজির সেনাবাহিনীর একজন সৈন্য ছিলেন। এমনকি সতেরো শতক মারাঠা সাম্রাজ্যের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। এছাড়াও কমেডি ছবি টোটাল ধামালে দেখা মিলবে গঙ্গাজল স্টারের। এই ছবিতেই অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের সঙ্গে আবার জোট বাঁধছেন অজয় দেবগণ।
আরও পড়ুন, কানের রেড কার্পেটে নজর কাড়া ঐশ্বর্য, দেখুন সঙ্গে কে!