'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) সিনেমায় যে আলিয়া ভাটের (Alia Bhatt) পাশাপাশি অজয় দেবগণও (Ajay Devgn) রয়েছেন, সেকথা অনেক আগেই শোনা গিয়েছিল। তবে নিষিদ্ধপল্লীর মাফিয়া ক্যুইন গাঙ্গুবাইয়ের ভূমিকায় আলিয়ার একাধিক লুক মুক্তি পেলেও, অজয়ের লুক সম্ভবত প্রচারের প্রাক-লগ্নে কিস্তিমাত করার জন্যই আড়াল করে রেখেছিলেন নির্মাতারা। বৃহস্পতিবার তাই অজয় দেবগণের লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ চড়ল। খোদ রণবীর সিং-ও (Ranveer Singh) প্রশংসা করেছেন।
সঞ্জয়লীলা বনশালির (Sanjay Leela Bhansali) এই ম্যাগনাম অপাস প্রজেক্টে দোর্দণ্ডপ্রতাপ ব্যক্তিত্বের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। লুকেই মিলল তার ইঙ্গিত। পরনে ব্লেজার, সাদা শার্ট-প্যান্ট, চোখে মোটা ফ্রেমের কালো রোদচশমা, মাথায় টুপি… গাড়ির সামনে দাঁড়িয়ে ভিন্ন অবতারে ধরা দিলেন অভিনেতা। নেটদুনিয়ায় 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' লুক প্রকাশ করে লিখেছেন, "নিজের পরিচয় দিতে আমি আসছি। ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'।" অজয় দেবগণের এহেন প্রভাবশালী ব্যক্তিত্ব দেখে মুগ্ধ খোদ রণবীর সিং-ও। বললেন, "একেই বলে ক্ষমতা।"
<আরও পড়ুন: মাতৃত্বের পর শুটে ফিরেই প্রিয়াঙ্কার মন্তব্য, ‘আজকাল আর এত হই-হট্টগোল ভাল লাগে না..’>
প্রসঙ্গত, ১৯৯৮ সালে 'হাম দিল দে চুকে সনম' সিনেমার পর ফের ২ দশক বাদে সঞ্জয় লীলা বনশালি ছবিতে অভিনয় করলেন অজয় দেবগণ। মাঝে ২২ বছর বনশালির একাধিক ব্লকবাস্টার সিনেমা রিলিজ হলেও অজয় দেবগণকে কোনও ছবিতে দেখা যায়নি। তবে এবার যখন পরিচালকের সঙ্গে দু দশক বাজে গাঁটছড়া বাঁধলেন, তখন একেবারে লুকেই শোরগোল ফেলে দিয়েছেন অজয় দেবগণ। অন্যদিকে খ্যাতনামা দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলীর RRR ছবির পর আবারও আলিয়ার সঙ্গে এক ছবিতে স্ক্রিনস্পেস শেয়ার করলেন অজয়।
উল্লেখ্য, এর পাশাপাশি আরেক সুখবরও রয়েছে। আলিয়া ভাট, অজয় দেবগণ অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রিমিয়ার হবে ৭২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। হুসেইন জায়েদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বই’-এর আঁধারেই তৈরি হয়েছে এই ছবি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ষাটের দশকের মুম্বইয়ে এই একটি নামেই কাঁপন ধরত মায়ানগরীর ডন-মাফিয়াদের। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা তিনি। অনেকের কাছে তিনি ‘মুম্বই মাফিয়া কুইন’ নামেই পরিচিত। যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেমন সূর্যের আলো ঢোকা নিষিদ্ধ ছিল, ঠিক তেমনই গাঙ্গুবাইয়ের অঙ্গুলি হেলন ব্যতীত কোনও কাক-পক্ষীর প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি ছিল। মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লীতে বিক্রি হওয়াা মহিলাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ নেত্রী হিসেবে। গণিকালয় থেকে রাজনীতিক হওয়ার যাত্রা নেহাতই সুখকর ছিল না তাঁর। কামাথিপুরার সেই ডাকসাইটে মহিলার জীবনকাহিনিই এবার আলিয়া ভাটের হাত ধরে পর্দায় ফুটে উঠতে চলেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন