একমাস ব্রহ্মচর্য মেনেছেন। বলিউডের বড় সুপারস্টার হয়েও মেঝেতে মাদুর পেতে শুয়েছেন। শুধুমাত্র নিরামিষ খেয়েছেন। শাক-সবজি, তবে পেঁয়াজ, রসুন ছাড়া সাদামাটা রান্না। এখানেই শেষ নয়, আয়াপ্পা পুজোর নিয়মানুযায়ী একমাত্র কালো পোশাক পরে থাকতে হয় ওই নিয়মপালন পর্বে। সেই রীতিও মেনেছেন। বাড়িতো বটেই, এমনকী বাইরেও যেখানেই গিয়েছেন, খালি পায়ে হেঁটেছেন। মদ-সিগারেটও ছুঁয়ে দেখেননি! ত্রিশ দিন ধরে এমন কঠিন নিয়ম পালন করেই দক্ষিণের অন্যতম তীর্থক্ষেত্র শবরীমালায় পুজো দিলেন অজয় দেবগণ (Ajay Devgn)।
Advertisment
বুধবারই কেরালার শবরীমালায় (Sabarimala temple) গিয়ে পুজো দেন অজয়। বলিউড সুপারস্টারকে মন্দিরে দেখে জমায়েতও হয়েছে সেই চত্বরে। তবে সেদিকে ভ্রুক্ষেপ করেননি! বরং তারকাসুলভ আচরণ পরিত্যাগ করে এক্কেবারে সাধারণ মানুষের মতোই স্বামী শরণম আয়াপ্পার দরবারে পুজো দিয়েছেন অভিনেতা। পরনে কালো পোশাক। তাতে সোনালি রঙের কাজ করা উত্তরীয়। মুখে কালো মাস্ক। মাথায় পুজোর সামগ্রী নিয়ে খালি পায়ে মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করতে দেখা যায় অজয় দেবগণকে।
বলিউড অভিনেতাকে এমন অবতারে দেখে পাপ্পারাজিরাও সেই মূহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। অজয় নিজেও শবরীমালা মন্দিরে পুজো দেওয়ার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা কিনা দাবানল গতিতে এখন ভাইরাল নেটদুনিয়ায়। অভিনেতার এমন নিয়ম পালন দেখে মুগ্ধ অনুরাগীরাও।
প্রসঙ্গত, অজয় এই মহূর্তে ২০১৯ সালে সুপারহিট দক্ষিণী ছবি 'লোকেশ কানাগরাজ কাইথি'র ( Lokesh Kanagaraj’s Kaithi) হিন্দি রিমেকের কাজে ব্যস্ত। তার ফাঁকেই ১ মাস ব্রহ্মচর্য পালন করে পুজো দিয়ে এলেন শবরীমালায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন