/indian-express-bangla/media/media_files/2025/05/07/0hujtWEiuz2laSvW8eYE.jpg)
ভারতীয় সেনার জয়কে কুর্নিশ বলিউডের
Celeb Reaction On Operation Sindoor: ২২ এপ্রিল, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ-নিরস্ত্র পর্যটকদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। বিয়ের মেহেন্দির রং হাত থেকে ওঠার আগেই স্বামীহারা হয়েছেন এক নববধূ। এছাড়া কাছের মানুষদের হারিয়েছে বহু পরিবার। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যাঘাত হেনেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করেছিল ভারত।
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। এই অভিযানের নাম দিয়েছে 'অপারেশন সিন্দুর'। ভারতের হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরই পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারত এই হামলার যোগ্য জবাব দেবে। তিনি সেনাবাহিনীকেও পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তারপরই মধ্যরাতে বেশ কিছু পাক জঙ্গিঘাঁটি ধূলিস্মাৎ করে দেওয়া হল।
Jai Hind Ki Sena … भारत माता की जय !!!! #OperationSindoorpic.twitter.com/OtjxdLJskC
— Riteish Deshmukh (@Riteishd) May 6, 2025
ভারতীয় সেনার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন সেলিব্রিটির একাংশ। অপারেশন সিন্দুর-এর ছবি পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট করেছেন। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার অপারেশন সিন্দুর -এর ছবি শেয়ার করে লিখেছেন, 'জয় হিন্দ, জয় মহাকাল'। দক্ষিণী অভিনেতা চিরঞ্জিবীও ভারতের জাতীয় পতাকার ছবি দিয়ে লিখেছেন জয় হিন্দ। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি লিখেছেন, 'ভারত মাতা কী জয়'।
भारत माता की जय! 🇮🇳🇮🇳🇮🇳#OperationSindoor
— Anupam Kher (@AnupamPKher) May 7, 2025
Our prayers are with our forces. One nation, together we stand. Jai Hind, Vande Mataram. 🇮🇳🙏 pic.twitter.com/IyiOX8hqma
— Madhur Bhandarkar (@imbhandarkar) May 6, 2025
একই সুরে কথা বলেছেন অভিনেতা রীতেশ দেশমুখ। সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে লিখেছেন, 'ভারতীয় সেনার জয়। ভারত মাতার জয়।' পরেশ রাওয়াল করজোড়ের ইমোজি দিয়ে ভারতীয় সেনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। অপারেশন সিন্দুরের মতো সাহসী পদক্ষেপের জন্য প্রতিটি ভারতীয়ের প্রার্থনা সেনাবাহিনীর সঙ্গে রয়েছে বলে টউটে বার্তা পরিচালক মধুর ভান্ডাকরের। আরও যোগ করেছেন, আমরা একজোটে আছি। জয় হিন্দ। বন্দে মাতরম।
#operation_sindoor#IndianArmedForces@narendramodi ji
— Paresh Rawal (@SirPareshRawal) May 7, 2025
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সংগীত আদনান সামিও টুইটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে সমর্থন করেছেন। অপারেশন সিন্দুর ছবির সঙ্গে ভারতীয় পতাকার ছবি জুড়ে লিখেছেন, জয় হিন্দ। পহেলগাঁও হামলার পর যখন পাক তারকাদের অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে, পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন আঙুল উঠেছিল আদানানের দিকেও।
Jai Hind!! 🇮🇳
— Adnan Sami (@AdnanSamiLive) May 7, 2025
#OperationSindoorpic.twitter.com/tznZRUloLD
পাকিস্তানের প্রাক্তনমন্ত্রীও সমাজমাধ্যমে কটাক্ষ করেছিলেন। পালটা জবাবে তেরা চেহারা খ্যাত গায়ক জানিয়েছিলেন, ২০১৬ সালে ভারতে নাগরিকত্ব পান। তাই দেশ ছাড়ার কোনও প্রশ্নই নেই। উল্লেখ্য, আদনান সামির ছেলে আজান সামি খান একজন পাকিস্তানি সঙ্গীত সুরকার এবং অভিনেতা।