Advertisment

পরপর ফ্লপ সিনেমা, 'এভাবেই তো টাকা কামাবেন…', লাল লেহেঙ্গা পড়ে নাচ অক্ষয়ের! ছিঃ ছিঃ নেটজনতার

শেষে কিনা এই অবস্থা, মাথায় হাত খিলাড়ি কুমারের ভক্তদের!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
akshay kumar, akshay kumar flop movies, akshay kumar america tour

এ কেমন নাচ অক্ষয়ের?

একের পর এক ছবি ফ্লপ, এখন ভরসা এন্টারটেইনমেন্ট ট্যুর। যদিও কানাঘুষো এমনও শোনা গিয়েছিল য এই ট্যুর নাকি ক্যান্সেল করা হয়েছে। যদিও সেই সবই কেবলমাত্র গুজব। বরং মৌনী রায়, নোরা ফাতেহির মত সুন্দরীদের নিয়েই অক্ষয় হাজির হয়েছেন নর্থ আমেরিকা ট্যুরে। সেখানেই এক হাস্যকর কাণ্ড ঘটালেন আক্কি!

Advertisment

এর আগে যদিও এই কাণ্ড ঘটিয়েছেন বলিউডের অনেক তারকারাই। IIFA-র মঞ্চে এই ঘটনা নতুন নয়। তবে, এবার ঘাগড়া পরেই মঞ্চ কাঁপালেন অক্ষয়। কালো ব্লেজার স্যুট, কিন্তু নীচে লাল রঙের লেহেঙ্গা- এই প্রথম এহেন কাণ্ড ঘটিয়েছেন অক্ষয়। আর এই দেখেই চোখ কপালে দর্শকদের, বলা বাহুল্য তাঁর অনুরাগীদের।

খিলাড়ি কুমার এধরনের কিছু করতে পারেন, যেন ভাবতেই পারছেন না তাঁরা। একদিকে যেমন তাঁর লেহেঙ্গা পড়া নিয়ে লোকজন হতবাক তেমনই তাঁকে বয়সের খোঁটা দিচ্ছেন অনেকেই। নোরাকে তাঁর মেয়ের মত লাগছে- এই মন্তব্যও শোনা গেল। আবার কেউ বললেন, যথেষ্ট বয়স হয়েছে একটু বুঝেশুনে আচরণ করুন। অক্ষয়ের অনুরাগীরা যেন মেলাতেই পারছেন না অক্ষয়কে।

আরও পড়ুন < টলিউডেও কূটনীতি? গানের লড়াইয়ে মনোনয়ন থেকে বঞ্চিত ‘ভালবাসার মরশুম’! রেগে আগুন সৃজিত >

পরপর সব সিনেমা ফ্লপ, এখন এই করেই পয়সা রোজগার করেত হবে…হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। এসব দেখতে হবে ভেবেই যেন মাথায় হাত অক্ষয় অনুরাগীদের। আবার কারওর মতে নাচের কিছুই হচ্ছে না শুধুই নোরার কামাল। কানাডা থেকেই শিখেছেন এসব? খিলাড়ি কুমারের নাচ দেখে ভাষা হারিয়েছেন সকলে।

bollywood Akshay Kumar Entertainment News
Advertisment