এ যেন এক কোন রকম দীপাবলি অক্ষয় কুমারের। সারা ভারত যখন আলোর উদযাপনে মশগুল, তখন অক্ষয় অযোধ্যার বানরদের কথা ভাবতে ব্যস্ত। কেন? যেদিন থেকে রামলালা অযোধ্যায় ফিরেছেন, সেদিন থেকে তাঁর ভক্তদের পাশাপাশি তারা আরেক ভক্তরাও এসে উপস্থিত হন মন্দিরে।
প্রভু রামের সবথেকে বিশ্বস্ত ভক্তকুল, অর্থাৎ বানরদের দেখা যায় সেখানে। কিন্তু, তাঁদের যেন খাওয়াদাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, সেদিকেই নজর রাখতে দেখা গেল তাঁকে। প্রতিদিন প্রায় ১২০০ এর বেশি বানরকে খাওয়ানোর উদ্যোগ নিলেন অক্ষয়। কোটি টাকা দান করলেন রাম মন্দিরের উদ্দেশ্যে।
জানা যাচ্ছে, এই উদ্যোগটি ভিড় থেকে দূরে বেশ কয়েকটি পূর্বনির্ধারিত এলাকায় বানরদের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর অন্তর্ভুক্ত। এবং, সেখানে এও খেয়াল রাখা হবে তীর্থযাত্রীদের যেন কোনও অসুবিধা না হয়। অভিনেতা একদম পাঞ্জাবি স্ট্যাইলে শুরু করেছেন এই উদ্যোগ। অযোধ্যায় সেই খাবারের গাড়িতে লেখা, হরিয়ম, অরুণা এবং রাজেশ খান্নার গাড্ডি।
আরও পড়ুন - Vidya Balan-RG Kar: যে শহরে মায়ের পুজো হয়, সেখানে কীভাবে? আরজি কর কান্ড নিয়ে প্রশ্ন তুলছেন বিদ্যা বালান
অভিনেতা জানিয়েছেন, তিনি যখন শুনলেন রামলালার স্থানেই বানরদের এহেন অসুবিধা হচ্ছে, তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে কিছু একটা করবেন। "মনে হয়েছিল, যদি কিছু দান করা যায়। গাড়িতে আমার বাবা মা এবং শ্বশুরের নাম লেখা খুব আবেগপূর্ণ ছিল। আশা করব, তাঁরা যেখানে আছেন, খুব ভাল আছেন এবং আমায় নিয়ে গর্ব করছেন।"
উল্লেখ্য, এর আগে তিনি দান করেছেন বহুবার। মুম্বাইয়ের হাজী আলী দরগায় তিনি এর আগে ১কোটি ২১ লক্ষ টাকা দান করেছিলেন। অন্যদিকে, অক্ষয়ের এই দানধ্যানে মুগ্ধ অযোধ্যার পিঠাধীশ্বর স্বামী রাঘবাচার্য। তিনি বলছেন, "ঈশ্বরের কাছে পৌঁছানোর সবথেকে ভাল উপায় তাঁর ভক্তদের সেবা করা। আর অক্ষয় সাহেব ঠিক সেটাই করেছেন।"