/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/akshay.jpg)
কাশ্মীরের জরাজীর্ণ স্কুল মেরামতিতে কোটি টাকা দিলেন অক্ষয় কুমার
সিনে-দুনিয়ায় ব্লকব্লাস্টার ফিল্ম উপহার দেওয়া ছাড়াও অক্ষয় কুমার (Akshay Kumar) বিভিন্নভাবে সমাজসেবায় জড়িত থাকেন সারা বছর। আবার ভারতীয় সেনা-জওয়ানদের জন্যও বিভিন্নপকম উদ্যোগ নিয়েছেন একাধিকবার। অতিমারী আবহেও বহু দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার কাশ্মীরের এক জরাজীর্ণ স্কুল মেরামতির উদ্যোগ নিলেন অক্ষয়। শুধু তাই নয়, বলিউডের খিলাড়ি কুমার সেই ভাঙা স্কুলবাড়ি তৈরির জন্য ইতিমধ্যে কোটি টাকা অনুদানও দিয়ে ফেলেছেন।
গত জুন মাসের ১৭ তারিখ কাশ্মীরে গিয়েছিলেন। ইন্দো-পাক সীমান্তে পৌঁছে দেখা করেন সেখানকার বিএসএফ জওয়ানদের সঙ্গে। সেই আলাপচারিতার মাঝেই ভূ-স্বর্গের তুলেইল এলাকায় ওই জরাজীর্ণ স্কুলের কথা জানতে পারেন। এমনকী, সেই স্কুলবাড়ি নিজে পরিদর্শনও করেন অক্ষয় কুমার। তখনই স্কুলবাড়ির মেরামতির জন্য ১ কোটি টাকা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।
<আরও পড়ুন: রাজনীতিতে আসার পর প্রথম ছবি, অনীক দত্তের সিনেমায় সায়নী ঘোষ>
ইচ্ছেমাফিক সেই অনুদানও দিয়েছেন অক্ষয়। জানা গিয়েছে, ওই স্কুলের নামকরণ করা হবে অভিনেতার বাবা হরি ওম ভাটিয়ার নামে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি প্রকাশ্যে এসেছে বিএসএফ-এর টুইটারে। সেখানে স্পষ্ট জ্বলজ্বল করছে অক্ষয়ের বাবার নাম- 'হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক'। উল্লেখ্য, ২৭ জুলাই মঙ্গলবার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অক্ষয় কুমারও।
DG BSF Sh Rakesh Asthana along with Sh @akshaykumar Padma Shri laid foundation stone of Hari Om Bhatia Education Block at Govt Middle School Niru, Kashmir in presence of Smt Anu Asthana, President BWWA & Sh Surendra Panwar, SDG Western Command BSF through weblink today#JaiHindpic.twitter.com/7lO9VvQ7up
— BSF (@BSF_India) July 27, 2021
গত ১৭ জুন জম্মু-কাশ্মীরের বিএসএফ ক্যাম্পে গিয়ে একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন খিলাড়ি কুমার। শুধু তাই নয়, খোশ মেজাজে কখনও ভলিবল খেলেছেন জওয়ানদের সঙ্গে আবার কখনও বা ভাংরা নাচে অংশগ্রহণও করেছেন। সেইসব ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন