scorecardresearch

বড় খবর

‘উল্লু কা পাট্ঠা..’, লাগাতার সিনেমা ফ্লপ! অক্ষয়কে মারাত্মক তুলোধনা জনপ্রিয় হল মালিকের

অক্ষয় কুমারের সিনেমা কেন বারবার ফ্লপ করছে? প্রকাশ্যে বিস্ফোরক কারণ।

Akshay Kumar, Akshay Kumar flop movies, Akshay Kumar films, Akshay Kumar news, Bollywood khiladi, Gaiety Galaxy owner, Kapil Sharma Show, Bollywood news, অক্ষয় কুমার, অক্ষয় কুমারের ফ্লপ সিনেমা, অক্ষয় ফ্লপ, কপিল শর্মা, বলিউডের খবর
পরপর ৬টা ফ্লপ সিনেমা অক্ষয় কুমারের!

“সবার কাছে নিজেকে হাসির খোরাক বানিয়ে ফেললে কী আর সিনেমা হিট করবে? দর্শক কেন দেখবে অক্ষয় কুমারের ছবি?..” মারাত্মক আক্রমণ বলিউড খিলাড়িকে।

২০২২ সাল থেকেই সময়টা ভাল যাচ্ছে না অক্ষয় কুমারের। একের পর এক ফ্লপ ছবি। সুপারহিট নায়কের নামের নেপথ্যে এখন জুড়েছে ফ্লপ তকমা! অক্ষয় কুমারের শেষ হিট সিনেমা রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’। এরপর বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন থেকে রামসেতু- এই ৪টি সিনেমাই সুপারফ্লপ করেছে। কাঠপুতলি ওটিটি প্ল্যাফর্মে মুক্তি পেলেও খুব একটা নাম করেনি। কেন বক্সঅফিসে বারবার ধাক্কা খেতে হচ্ছে খিলাড়ি কুমারকে? তার নেপথ্যের কারণ ফাঁস করতে গিয়েই এক বিস্ফোরক কথা বলে ফেললেন মুম্বইয়ের জনপ্রিয় হল মালিক।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘সেলফি’। সেই সিনেমাও বক্সঅফিসে ধরাশায়ী। খিলাড়ির কেরিয়ারে এইপ্রথম ওপেনিং সপ্তাহে সবেথেকে খারাপ ব্যবসা করা সিনেমা ‘সেলফি’। নিন্দুকদের মোদ্দা কথা, অক্ষয় কুমারকে আর নেওয়া যাচ্ছে না! পরপর ৬টা ফ্লপ সিনেমার পর এবার মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি সিনেমা হলের মালিক মনোজ দেশাই খিলাড়ি কুমারকে নিয়ে বিস্ফোরক কথা বলে ফেললেন।

[আরও পড়ুন: ভয়ঙ্কর দুঃসংবাদ! সুস্মিতা সেনের ‘হার্ট অ্যাটাক’]

কেন কপিল শর্মার শোয়ে বারবার গিয়ে নিজের মান নামিয়ে এনেছেন? প্রথমেই কড়া প্রশ্ন তাঁর। অক্ষয়ের উদ্দেশে দেশাইয়ের মন্তব্য, “ওই কপিল শর্মার শো-তে পরশুও গিয়েছিলেন। কী লাভ হল তাতে ও তো নিজেই উল্লু কা পাট্ঠা। ওর শুধু টাকাই চাই। দর্শকদের বোকা বানাবে। হাসাবে। আপনি কেন বারবার যান কপিলের শোয়ে? আমাকে বন্ধু-দর্শকরা পর্যন্ত বলেছে, অক্ষয় তো রোজই কপিল শর্মার শোতে যায়, আপনাকে কি এসব মানায়? কখনও প্রশংসা করে কখনও অপমান করে।”

প্রসঙ্গত, অতিমারী উত্তর পর্বে সবথেকে বেশি সংখ্যক সিনেমা রিলিজ করেছে ‘খিলাড়ি’র। তবে সবকটাই ফ্লপ করেছে। দক্ষিণী সিনেমার ধুন্ধুমার বাজারে এমনকী বলিউড সুপারস্টারদের ভীড়েও দর্শকমনে প্রভাব ফেলতে ব্যর্থ অক্ষয়। কেন অক্ষয়কে নিতে পারছেন না দর্শকরা? এবার সেই কারণ জানিয়ে বিস্ফোরক মনোজ দেশাই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Akshay kumar gave constant flop film gaiety galaxy owner slams bollywood khiladi