scorecardresearch

ভয়ঙ্কর দুঃসংবাদ! সুস্মিতা সেনের ‘হার্ট অ্যাটাক’

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, কেমন আছেন অভিনেত্রী?

Sushmita Sen, Sushmita Sen news, Sushmita Sen heart attack, Sushmita Sen health update, bollywood news, সুস্মিতা সেন, হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, সুস্মিতা সেন খবর, বলিউডের খবর
হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন। ভয়ঙ্কর দুঃসংবাদ অনুরাগীদের জন্য। দিন কয়েক আগেই নতুন গাড়ি কেনা, নতুন কাজের খবর দিয়েছিলেন অভিনেত্রী। শুভেচ্ছা উপচে পড়েছিল নায়িকার কমেন্ট বক্সে। এবার সেই তিনিই কিনা হৃদরোগে আক্রান্ত হলেন। খবর প্রকাশ্যে আসতেই বি-টাউনে শোরগোল। কেমন আছেন অভিনেত্রী?

প্রসঙ্গত, সিঙ্গল মাদার হয়েও পারদর্শী সুস্মিতা সেন। মেয়েদের মানুষ করার পাশাপাশি ব্যক্তিগতজীবনের শখপূরণ করা, কাজ সবদিকই সমান তালে করে চলেছেন। প্রেম-বিচ্ছেদ নিয়ে বিতর্কেও জড়িয়েছেন বারবার। তবে সবসময়েই অনুরাগীদের হৃদমাঝারে বাঙালি অভিনেত্রী। সম্প্রতি সেই সুস্মিতাই হৃদরোগে আক্রান্ত হন।

অভিনেত্রী নিজেই সেই দুঃসংবাদ জানিয়েছেন। সুস্মিতা সেন জানান, “পাঁচ-ছয় দিন আগে হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি করালাম। হার্টে স্টেন্ট বসানো হয়েছে।” ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সেই বার্তা দিয়ে সুস্মিতা লেখেন, “হৃদয়কে সবসময়ে খুশি আর সাহসী রাখুন। তাহলেই হৃদয় সবসময়ে আপনার পাশে থাকবে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় নাকি অনেক বড়।”

[আরও পড়ুন: ‘বিশ্বাসঘাতক গৌরী খান’! টাকা ‘নয়-ছয়’, জামিন অযোগ্য FIR দায়ের শাহরুখ-পত্নীর বিরুদ্ধে]

এখানেই শেষ নয়। বাবার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে সুস্মিতা তাঁর সমস্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানান। বলেন, “যাঁরা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এই পোস্টটা সকলকে খুশির খবর দেওয়ার জন্য যে, আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। সকলকে অনেক ভালবাসা। দুগ্গা দুগ্গা!”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sushmita sen suffered a heart attack angioplasty done