Advertisment
Presenting Partner
Desktop GIF

রূপান্তরকামীদের ঠিকানার খোঁজ, দেড় কোটি টাকা অনুদান অক্ষয় কুমারের

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, 'লক্ষ্মী বম্ব'-এর পরিচালক রাঘব লরেন্সের উদ্যোগের পাশে দাঁড়ালেন। ভিটেহারাদের বাসস্থানের জন্য কোটি টাকা অনুদান দিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Akshay Kumar

'লক্ষ্মী বম্ব' ছবিতে দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে। ফোটো- ভারিন্দর চাওলা

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ফের শিরোনামে। তবে এবারে তাঁর ছবির জন্য নয়, সম্পূর্ণ অন্য কারণে। রূপান্তকামীদের মাথা গোঁজার জায়গা করতে প্রায় ১.৫ কোটি টাকা অনুদান দিলেন আক্কি। 'লক্ষ্মী বম্ব'-এর পরিচালক রাঘব লরেন্সের উদ্যোগেই এই পথ চলার শুরু, সেই পথেই অক্ষয়কে পাশে পেলেন রাঘব।

Advertisment

রাঘব লরেন্সের স্বেচ্ছাসেবী সংঘের প্রয়াসকে স্বাগত জানাতে পাশে দাঁড়ালেন খিলাড়ি। সোশাল মিডিয়ায় ৫২ বছরের অভিনেতাকে ধন্যবাদ জানালেন লরেন্স।

আরও পড়ুন, নামের বানানের উপর অনেক কিছুই নির্ভর করে, এটা সায়েন্টিফিক: পূজারিনি

পরিচালক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ''আমাদের সংস্থা ১৫ বছরে পা রাখল। এ বছরটা নতুন প্রজেক্টের মাধ্যমে শুরু করতে চাই। রূপান্তরকামীদের বাসস্থানের জন্য কাজ করছি। সংস্থার পক্ষ থেকে জমি দেওয়া হচ্ছে এবং বাড়ি তৈরির জন্য অনুদানের চেষ্টা করছি। লক্ষ্মী বম্বের শুটিংয়ের সময় অক্ষয় স্যারের সঙ্গে এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করেছিলাম। কথাটা শোনা মাত্র, আমি অনুরোধ করার আগে উনি ১.৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

প্রায় ভগবানের দূত হয়ে এসেছেন তিনি। ওনার এই সাহায্যের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সংস্থার পরবর্তী লক্ষ্য অক্ষয় স্যারের সহায়তা নিয়ে সারা ভারতে রূপান্তরকামীদের জন্য বাসস্থান তৈরি করা। প্রতিটা রূপান্তরকামী মানুষের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।''

আরও পড়ুন, মুক্তি পেল কাজল-এর প্রথম শর্ট ফিল্ম, সঙ্গী নেহা-শ্রুতি

২০১১ সালে তামিল হরর কমেডি 'কাঞ্চনা'র রিমেক 'লক্ষ্মী বম্ব'।

কেপ অফ গুড ফিল্মস, ফক্স স্টার স্টুডিয়ো, তুষার কাপুর এবং শাবিনা খানের প্রযোজনায় এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Akshay Kumar
Advertisment