Akshay Kumar: অনলাইনে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে আপত্তিকর প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে কী আর্জি অভিনেতার?

Akshay Kumar Daughter: অক্ষয়-টুইঙ্কেল খান্নার ১৩ বছরের মেয়েকে ভিডিও গেম খেলার সময় অনলাইনে হয়রানির শিকার হতে হয়। সেই বিষয়টি উল্লেখ করে অপরাধ দমনে মুখ্যমন্ত্রীর কাছে কী পদক্ষেপ গ্রহণের অনুরোধ?

Akshay Kumar Daughter: অক্ষয়-টুইঙ্কেল খান্নার ১৩ বছরের মেয়েকে ভিডিও গেম খেলার সময় অনলাইনে হয়রানির শিকার হতে হয়। সেই বিষয়টি উল্লেখ করে অপরাধ দমনে মুখ্যমন্ত্রীর কাছে কী পদক্ষেপ গ্রহণের অনুরোধ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আক্কির আর্জি

Akshay Kumar Daughter Harassment: হিন্দি সিনেমায় প্রায় তিন দশকের বেশি সময় কাজ করছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। সম্প্রতি তিনি তাঁর ১৩ বছর বয়সী অর্থাৎ নাবালিকা মেয়েকে নিয়ে এক হৃদয়বিদারক ঘটনার কথা শেয়ার করেছেন। যা শুনে শিউরে উঠবেন। অক্ষয় জানান, ভিডিও গেম খেলার সময় অনলাইনে হয়রানির শিকার হতে হয়েছিল বছর ১৩-এর নিতারাকে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই টুইঙ্কল খান্নাকে জানায় অক্ষয় কন্যা। অভিজ্ঞতা শেয়ার করার পর অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের কাছে একটি বিশেষ আর্জি করেন।

Advertisment

আরও পড়ুন আদালতের দ্বারস্থ-সুরক্ষিত ৯১ বছরের আশা ভোঁসলে, আচমকা কী হল কিংবদন্তি সংগীতশিল্পীর?

অভিনেতার অনুরোধ, স্কুলে একটি বিশেষ 'সাইবার পিরিয়ড' চালু করা হোক  যাতে বাচ্চারা এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাবে সেই শিক্ষা অর্জন করতে পারে। এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে অক্ষয়কে বলতে শোনা যায়, 'আমি একটি ছোট ঘটনা বলতে চাই যা কয়েক মাস আগে আমার বাড়িতে ঘটেছিল। আমার মেয়ে ভিডিও গেম খেলছিল। এমন কিছু ভিডিও গেম আছে যা যৌথভাবে খেলা যায়। সেক্ষেত্রে উলটো দিকের ব্যক্তি অপরিচিত ছিল। খেলার মাঝেই কয়েকবার মেসেজ আসে। একটিতে জিজ্ঞাসা করা হয়, তুমি পুরুষ না মহিলা? আমার মেয়ে উত্তর দেয় মহিলা। এরপর আরেকটি বার্তা আসে, তুমি কি তোমার নগ্ন ছবি পাঠাতে পারো?'

Advertisment

অক্ষয় জানান, তাঁর মেয়ে সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ করে দৌড়ে মাকে গিয়ে পুরো ঘটনা জানায়। আক্কির সংযোজন, এটিও সাইবার অপরাধের অংশ এবং এটি এখন রাস্তায় ঘটে যাওয়া অপরাধের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। তাঁর বক্তব্য, 'এভাবেই বিষয়গুলির সূত্রপাত।'

আরও বলেন, 'আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের রাজ্যে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির জন্য প্রতি সপ্তাহে একটি ‘সাইবার পিরিয়ড’ রাখা হোক। যেখানে শিশুদের এসব বিষয়ে বোঝানো হবে। এই অপরাধ বন্ধ করা খুব জরুরি।' উল্লেখ্য, ২০২১ সালে অক্ষয় কুমার Fearless and United Guards (FAU-G) নামের একটি ভিডিও গেম লঞ্চ করেছিলেন। ২০২০ সালে ভারতে PUBG নিষিদ্ধ হওয়ার কিছুদিন পরেই এই গেম বাজারে আসে।

আরও পড়ুন অন্তঃসত্ত্বা অবস্থায় অবহেলার অভিযোগ, প্রাক্তন স্ত্রী রীতার বিস্ফোরক দাবিতে আইনি নোটিশ কুমার শানুর

Akshay Kumar