সম্প্রতি সেনাপ্রধানের একটি পোস্ট শেয়ার করেন রিচা চাড্ডা। সেই টুইটে লেখা ছিল, পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নিতে চলেছে ভারতীয় সেনা। নর্থান কম্যান্ড লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী টুইটারে এমন ঘোষমাই করেছিলেন। আর সেই টুইট শেয়ার করেই রসিকতা করেন রিচা চাড্ডা।
রিটুইট করে রসিকতার ছলেই রিচা লেখেন, "গালওয়ান হাই বলছে।" ব্যস, অভিনেত্রীর এমন টুইটে তোলপাড় নেটদুনিয়া। এমনকী বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব মঞ্জিন্দ্র সিং-ও আপত্তি জানিয়েছেন জওয়ানদের নিয়ে রিচা চাড্ডার এমন রসিকতায়। অভিনেত্রীকে একহাত নিয়ে তিনি লেখেন, "অবমাননাকর টুইট। যত তাড়াতাড়ি সম্ভভ সরিয়ে নেওয়া উচিত। দেশের জওয়ানদের অসম্মান কখনোই মেনে নেওয়া যায় না।"
নেটদুনিয়ার নীতিপুলিশেরাও কথা শোনাতে ছাড়েননি রিচা চাড্ডাকে। অভিনেত্রীকে প্রায় কোণঠাসা করে কটাক্ষবাণ ধেয়ে আসতে থাকে। চাপের মুখে পড়ে যদিও ক্ষমা চাইতে বাধ্য হন রিচা চাড্ডা। এক দীর্ঘ পোস্টে অভিনেত্রী লেখেন, "এই তিনটে শব্দে যে এত বিতর্ক তৈরি হবে, বা কেউ কষ্ট পাক, এমন অভিপ্রায় আমার কখনোই ছিল না। যদি সেনাতে থাকা আমার ভাইয়েরা আমার মন্তব্যে দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। এটা একেবারেই অনিচ্ছাকৃত ভুল। আমার দাদুও সেনা-জওয়ানে ছিলেন। এমনকী মামা ছিলেন প্যারা ট্রুপার। আমার রক্তে আছে এটা। দেশকে বাঁচাতে একজন শহিদ হলে বা যুদ্ধে আহত হলে তাঁর পুরো পরিবার ক্ষতিগ্রস্থ হয়। তাঁদের অবদানেই এই দেশ সুরক্ষিত। আমি ব্যক্তিগতভাবে এই আবেগের সঙ্গে পরিচিত।"
<আরও পড়ুন: ডিসেম্বরেই কলকাতায় শাহরুখ, বচ্চনরা! সৌজন্য KIFF, জানালেন মমতা>
তবে রিচা প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেও বিতর্ক এখনও থামেনি। এমনকী অক্ষয় কুমার খোদ অভিনেত্রীর এমন মন্তব্যের নিন্দা করেন। রিচা চাড্ডাকে উদ্দেশ্য করেই অক্ষয় কুমার লেখেন, "এটা দেখে খুব দুঃখ পেলাম। সেনা-জওয়ানদের প্রতি আমাদের কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। ওঁরা আছে বলেই আমরা আছি।"