Advertisment
Presenting Partner
Desktop GIF

অক্ষয় কুমার এবার বড়পর্দায় পৃথ্বীরাজ চৌহান

দ্বাদশ শতাব্দীর ভারতের রাজা পৃথ্বীরাজ চৌহানের উপর তৈরি হতে চলেছে ছবি পৃথ্বীরাজ। অক্ষয় কুমারকে দেখা যাবে ছবির মুখ্যচরিত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
Akshay Kumar will don the role of 12th-century Indian monarch Prithviraj Chauhan in YRF’s Prithviraj.

রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অক্ষয় কুমার।

জন্মদিনে আরও একটি বড় খবর দিলেন খিলাড়ি। অক্ষয় কুমার খবরটা দিয়ে জানিয়েছেন বছরের বড় ছবি নিয়ে আসছে। দ্বাদশ শতাব্দীর ভারতের রাজা পৃথ্বীরাজ চৌহানের উপর তৈরি হতে চলেছে ছবি 'পৃথ্বীরাজ'। অক্ষয় কুমারকে দেখা যাবে ছবির মুখ্যচরিত্রে। যশ রাজের প্রযোজনায় চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালনা করবেন এই ছবি।

Advertisment

টেলিভিশন সিরিজ 'চাণক্য' এবং ২০০৩ সালের জনপ্রিয় ছবি 'পিঞ্জর'-এর পরিচালনাও করেছেন চন্দ্রপ্রকাশ। বর্তমানের রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়েই রাজত্ব ছিল পৃথ্বীরাজ চৌহানের। টুইটারেই এই ছবির কথা ঘোষণা করলেন অক্ষয় কুমার।

আরও পড়ুন, গণপতি উৎসবে ধূমপান? সলমনের উপর ক্ষুব্ধ ফ্যানেরা

প্রথমবার ঐতিহাসিক ছবিতে কাজ করতে চলেছেন আক্কি। একটি বিবৃতিতে তিনি বলেন, এটা সম্মানের যে সাহসী, বুদ্ধিদীপ্ত ভারতের রাজার চরিত্রে কাজ করতে পারব। দেশনায়কদের সবসময় মনে করা প্রয়োজন, কারণ তারা আজকের ভারতবর্ষ উপহার দিয়েছেন। পৃথ্বীরাজ চৌহান এমন একজন রাজা যিনি সাহসীকতা ছাড়াও ভারতের প্রেরণা। আমার জন্মদিনে এরকম একটা ঘোষণায় সত্যিই বিশেষ সম্মান পাচ্ছি।

আরও পড়ুন, শ্যুটিং দেখে কেঁদে ফেলেছিলেন নিক

৫২তম জন্মদিন সেলিব্রেট করছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি 'মিশন মঙ্গল'। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে দেখা গিয়েছে বিদ্যা বালান, তাপসী পান্নু, নিত্যা মেনন, কীর্তি কুলহারির মতো শিল্পীরা। 'হাউসফুল ফোর', 'গুডনিউজ', 'সূর্যবংশী' এবং 'লক্ষ্মী বম্ব'-এর মতো ছবি রয়েছে অক্ষয়ের ঝুলিতে।

bollywood movie Akshay Kumar
Advertisment