scorecardresearch

অক্ষয়ের দুর্ভাগ্য! পরপর ফ্লপ সিনেমা, বক্সঅফিসে চূড়ান্ত ব্যর্থতা! এবার আমেরিকার শো বাতিল

অক্ষয় কুমারের ফিল্মি কেরিয়ারে চূড়ান্ত খারাপ সময়।

akshay kumar, akshay kumar entertainers, aksjhau kumar entertainers show cancelled, akshay kumar news updates entertainers, অক্ষয় কুমার, অক্ষয়ের শো, বলিউডের খবর
নিউ জার্সিতে বাতিল অক্ষয় কুমারের শো

পর পর ফ্লপ। ২০২১ সালেই গণেশ উল্টেছিল অক্ষয় কুমারের (Akshay Kumar) ফিল্মি কেরিয়ারে। বাইশ সালটাও মোটেই ভাল যায়নি তাঁর। একের পর এক সিনেমা ফ্লপের মুখ দেখেছে। কোটি কোটি টাকা লোকসান। বক্সঅফিসে চূড়ান্ত ব্যর্থতা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেলফিও মুখ থুবড়়ে পড়েছে। লক্ষ্মীলাভে ব্যর্থ। এবার আরও এক বিপর্যয়!

বাতিল হল অক্ষয়ের আমেরিকার শো। টিকিট বিক্রি হয়নি। দর্শক টানতে ব্যর্থ খিলাড়ি। আয় হওয়া টাকায় খরচাও উঠবে না। যার জেরে অনুষ্ঠানের মাত্র ২ দিন আগেই বাধ্য হয়ে লোকসানের ভয়ে বাতিল করতে হল অক্ষয় কুমারের নিউ জার্সির শো।

[আরও পড়ুন: বয়সকে বুড়ো আঙুল, মঞ্চে তুখোড় নাচ দেবশ্রীর, দেখে হাসি ধরছে না মিঠুনের!]

মার্কিন মুলুকের ৫টা শহরে ‘দ্য এন্টারটেইনার্স’ নামে এক কার্নিভাল শোয়ের আয়োজন করেছিলেন অক্ষয় কুমার। যেখানে নোরা ফতেহি, দিশা পাটানি, মৌনী রায়, অপরীক্ষিত খুরানা, সোনম বাজওয়া, স্টেবিন বেন, জাসলিন রয়্যাল, জহরাহ খান-দের মতো তারকাদের পারফর্ম করার কথা ছিল। মুম্বইতে তুখড় রিহার্সালও হয়েছে। তবে টিকিট বিক্রি না হওয়ায়, নিউ জার্সিতে ৪ মার্চের শো বাতিল হল।

৩ মার্চ জর্জিয়া থেকে শুরু হবে শো পাঁচ দিনব্যপী শো। তবে শুরুর আগেই অক্ষয়ের ৪ মার্চের শো বাতিল। এতে যে খিলাড়ির ভাঁড়ারে আবারও লোকসান, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এদিকে ‘সেলফি’ অক্ষয়ের ফিল্মি কেরিয়ারের ওপেনিং ডে-তে সর্বনিম্ন ব্যবসা করা সিনেমা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Akshay kumars the entertainers new jersey concert cancelled