ভুয়ো বিয়ের কার্ডের পর ভাইরাল রণবীর-আলিয়ার লন্ডনে ঘুরতে যাওয়ার ছবি

সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি। একান্তে সময় কাটাতে লন্ডনে উড়ে গিয়েছেন যুগলে।

সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি। একান্তে সময় কাটাতে লন্ডনে উড়ে গিয়েছেন যুগলে।

author-image
IE Bangla Web Desk
New Update
alia ranbir

আলিয়া ভাট ও রণবীর কাপুর। ফোটো- টুইটার

মনে করা হচ্ছে বলিউডের চর্চিত কপল রণবীর কাপুর ও আলিয়া ভাট, লন্ডনে একান্তে ছুটি কাটাচ্ছেন। সোশাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজে তাদের ছবি তো সেই দিকেই ইঙ্গিত করছে। ফ্যানেদের সঙ্গে ছবি দেখে আপাতত তাদের নিয়েই মশগুল নেটিজেনরা।

Advertisment

কিছুদিন আগে রণবীর ও আলিয়ায় ভুয়ো বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এই বিষয়টি নিয়েই সোনি রাজদান টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এটা কোনও চিন্তার বিষয় নয়। দয়া করে এই ভ্রান্তিগুলোকে বেশি পাত্তা দেবেন না, এগুলো তার যোগ্য নয়। কার্ডে যদিও আলিয়ার নামের বানান ভুল ছিল ও বাবার জায়গায় মুকেশ ভাটের নাম দেখা গিয়েছিল।

রণবীর-আলিয়ার লন্ডন ডায়েরিজের কিছু ছবি, দেখুন

আরও পড়ুন, রেগে গিয়ে বিগ বসের ঘরে কী কাণ্ডটাই না করলেন সিদ্ধার্থ শুক্লা

বিমানবন্দরে কার্ডের বিষয়ে আলিয়াকে জিজ্ঞেস করা হলে, তিনি বিষয়টি হেসে উড়িয়ে দেন।

Advertisment

সম্প্রতি সড়ক টু-এর শুটিংয়ে ব্যস্ত আলিয়া। এই ছবি দিয়েই আলিয়ার বাবা মহেশ ভাট পরিচালকের ভূমিকায় ফেরত আসছেন। সড়ক টু ছাড়াও, আলিয়ার ঝুলিতে রয়েছে আরআরআর, তখত, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ও ব্রহ্মাস্ত্র।

আরও পড়ুন, ২০ বছর আগে নিজের বিয়ে ভেঙেছিলেন সলমন

শুটিংয়ে বেজায় ব্যস্ত রণবীর কাপুরও। ব্রহ্মাস্ত্র এবং শামশেরা ছবির শুটিং চলছে। মনে করা হচ্ছে তার মাঝেই সময় বার করে একে অপরকে সময় দিচ্ছেন রণবীর-আলিয়া।

ranbir kapoor alia bhatt