গত কয়েক বছরে ভারতীয় সিনেমায় পৌরাণিক কাহিনি নতুন করে জনপ্রিয়তা পেয়েছে। একের পর এক নির্মাতা তুলে আনছেন রামায়ণ কিংবা মহাভারতের মতো প্রাচীন গল্পের নতুন সংস্করণ। ওম রাউতের ২০২৩ সালের ‘আদিপুরুষ’ সেই ধারাবাহিকতারই অংশ হলেও, দর্শকদের মন জয় করতে পারেনি। ছবিটি দর্শকমহলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে বড়সড়ভাবে ফ্লপ হয়।
এই প্রেক্ষাপটেই পরিচালক নীতেশ তিওয়ারি ঘোষণা করেন তাঁর ‘রামায়ণ’ প্রজেক্ট, যা দুটি অংশে মুক্তি পাবে। এবার এই তালিকায় যোগ দিলেন অভিনেতা ও প্রযোজক বিষ্ণু মাঞ্চু। তবে তাঁর রামায়ণের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন—তিনি তৈরি করছেন একটি রাবণ-কেন্দ্রিক গল্প। নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বিষ্ণু জানান, তাঁর স্ক্রিপ্টে রাবণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
"২০০৯ সালেই এই স্ক্রিপ্ট নিয়ে আমি অভিনেতা সূর্যর কাছে গিয়েছিলাম, ‘রাম’-এর চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু বাজেটের সীমাবদ্ধতার কারণে প্রজেক্টটি তখন থেমে যায়।" এই ছবির পরিচালক হওয়ার কথা ছিল তেলুগু ছবির কিংবদন্তি নির্মাতা কে রাঘবেন্দ্র রাওের। অভিনেতা আরও জানান, তাঁর কাছে আজও সেই স্ক্রিপ্ট এবং সংলাপ প্রস্তুত রয়েছে, কিন্তু কখন সেটি তৈরি করবেন তা তিনি নিশ্চিত নন।
Bangladeshi Actress: নিখোঁজ বাবাকে ফিরে পেতে মরিয়া অভিনেত্রী, চিন্তায় ঘুম উড়েছিল নায়িকার..
অভিনয় পরিকল্পনা প্রসঙ্গে বিষ্ণু বলেন, “আমি ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। কিন্তু রাঘবেন্দ্র স্যার চেয়েছিলেন আমি ইন্দ্রজিতের চরিত্রে অভিনয় করি।” তিনি আরও জানান, ইন্দ্রজিতের চরিত্রে তিনি সূর্যর ভাই কার্তিকে চান। লক্ষ্মণের চরিত্রে কাস্ট করতে চান জুনিয়র এনটিআরের ভাই কল্যাণ রামকে, এবং জটায়ুর ভূমিকায় চাইছেন 'বাহুবলী'খ্যাত সত্যরাজ স্যারকে।
উল্লেখ্য, বিষ্ণু মাঞ্চু সম্প্রতি ‘কান্নাপ্পা’ নামে একটি পৌরাণিক নাটক প্রযোজনা ও অভিনয় করেছেন। এই ছবিতে ভগবান শিবের চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, রুদ্র হিসেবে প্রভাস, এবং কিরাতার চরিত্রে মোহনলাল। যদিও ছবিটি বক্স অফিসে খুব একটা সফল হয়নি, আয় করেছে প্রায় ৪১.৭৫ কোটি রুপি।
Bangladeshi Actress: নিখোঁজ বাবাকে ফিরে পেতে মরিয়া অভিনেত্রী, চিন্তায় ঘুম উড়েছিল নায়িকার..
এদিকে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ প্রজেক্ট ইতিমধ্যে আলোচনায়। এই ছবিতে রণবীর কাপুর ভগবান রাম, সাই পল্লবী সীতা এবং যশ রাবণ হিসেবে অভিনয় করছেন। ছবিটির প্রথম অংশ মুক্তি পাবে আগামী বছরের দিওয়ালিতে। এর বাইরে, পুরাণ অনুপ্রাণিত আরও দুটি সফল ছবি হলো অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ (২০২২) এবং নাগ অশ্বিনের ‘কল্কি: ২৮৯৮ এডি’ (২০২৪)—যা বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।