হঠাৎ করেই নিখোঁজ বাবা! শেষ দু দিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। খুঁজে পাচ্ছিলেন না বাবাকে। চিন্তায় অস্থিরতায় জীবন নাজেহাল অভিনেত্রীর। এদিক ওদিক সমাজ মাধ্যমে বাবাকে নিয়ে পোস্ট পর্যন্ত করেছিলেন। গত ১৮ই জুলাই থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। এদিকে, সেই ব্যক্তি এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। অভিনেত্রী মেয়ে সুরাহা না পেয়েই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তাঁর বাবাকে নিয়ে। পুলিশ যেহেতু, তাঁদের কি কারওর প্রতি কোনও সন্দেহ ছিল?
শনিবার সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, "আমার বাবাকে যে রাস্তায় বা হাসপাতালে দেখলে যোগাযোগ করবেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।" অভিনেত্রী সংবাদ মাধ্যমে এও জানিয়েছিলেন যে, তার বাবার সঙ্গে কারোর বিরোধ নেই। বরং সকলের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব ভালো। সকলের সঙ্গে গল্প করতে ভালবাসেন। এদিকে ওদিকে কাছের মানুষদের সঙ্গে আড্ডা ও মেরে বেড়ান। তাই পরোপকারী মানুষটি যে আসলেই কারোর খারাপ নজরে পড়তে পারেন এমনটা ভাবেননি তিনি। বাবাকে নিয়ে চিন্তায় ঘুম উড়েছিল তার। তবে এখন অনেকটাই স্বস্তিতে বাংলাদেশের এই অভিনেত্রী।
Dev as Raghu Dakat: ইতিহাস লিখবে রঘু, বাংলার ডাকাত রাজাকে চেনাবেন …
প্রসঙ্গে প্রসূন আজাদ। এই অভিনেত্রী, রিয়ালিটি শো থেকে নাম করেন, এবং পরবর্তীতে বেশ কিছু কাজ করতেও তাকে দেখা গিয়েছে। সারাদিন থানা হাসপাতাল রেলস্টেশন সহ নানান জায়গায় তিনি খুঁজে বেরিয়েছেন বাবাকে। এদিক-ওদিক ছুটে দৌড়ে বেরিয়েছেন বাবাকে ফিরে পেতে। কাছের মানুষ হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে গেলে, যে যে ধারণা গুলো মানুষের মাথায় আসে তার মাথাতেও সেই একই ভাবনা চিন্তা এসেছিল। তবে গতকাল সন্ধ্যা বেলায় তিনি বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, ফিরে এসেছেন তাঁর বাবা। সারাদিনের অনেক কষ্ট এবং পরিশ্রমের পর, বাবাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা তিনি।
Sham Kaushal: 'তিনতলা থেকে লাফ দিয়ে', কেন সব শেষ করে দিতে চেয়েছিলেন সুপারস্টারের বাবা?
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিনেত্রী জানিয়েছেন, সারাদিন হন্যে হয়ে বাবাকে খুঁজেছি। বাবার চিন্তায় পরিবার থেকে আত্মীয়স্বজন সকলেই প্রচন্ড অস্থির ছিলেন। কিন্তু বাবা এখন ফিরে এসেছেন এবং অনেকটাই স্বস্তি লাগছে। কিন্তু বাবার কি হয়েছিল তিনি কোথায় ছিলেন এই জানতে চাইলে, অভিনেত্রী কিছুই জানাননি। তবে তিনি সকলের উদ্দেশে সাধুবাদ জানিয়েছেন যে বাবাকে ফিরে পেয়েছেন। প্রসঙ্গে বিবাহিত এই অভিনেত্রী গতবছর পদ্মাপুরাণ ছবিতে অভিনয় করেছিলেন। আপাতত সংসারে মন দিয়েছেন, কারণ দুই সন্তানের মা এখন তিনি।