/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/alia-1.jpg)
সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে আলিয়া ভাট
প্রাক্তনের সঙ্গে ভালবাসা ঘুচলেও ভাব যায়নি.. বি-টাউনে এহেন উদাহরণ হাজারো। প্রাক্তনের সঙ্গে বর্তমান সঙ্গীকে নিয়ে উদ্দাম পার্টি করা.. তাঁদের কাছে জল-ভাত! অতীতের তিক্ততা ভুলে একে-অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। সিদ্ধার্থ-আলিয়াও যে তার ব্যতিক্রম নন, রবিবার রাতে তা আবারও প্রমাণ হয়ে গেল। সিড-কিয়ারার বৌভাতে সেজেগুজে শাশুড়িকে নিয়ে হাজির আলিয়া ভাট।
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভাটের সম্পর্কের কথা কারোর-ই অজানা নয়। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমার পর থেকেই ভাট-কন্যার সঙ্গে মালহোত্রার ঘনিষ্ঠতা বাড়ে। ২০১২ সালে প্রেমের শুরুয়াৎ। দীর্ঘ সময়ে প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এমনকী, একসঙ্গে ঘুরতেও গিয়েছেন। সিদ্ধার্থের দেওয়া উপহার বিড়াল আজও আলিয়ার বাড়িতে বহাল তবিয়তে রয়েছে। তবে সময়ের সঙ্গে সিড-আলিয়ার প্রেমের সমীকরণ বদলে যায়। ২০১৭ সাল নাগাদ বিচ্ছেদ হয় দুই তারকার।
আলিয়া এখন কাপুর পরিবারের বৌমা। এদিকে প্রেমিকা কিয়ারা আডবানির সঙ্গে সদ্য ধুমধাম করে বিয়ে করেছেন সিদ্ধার্থ। রবিবার রাতে তাই মুম্বইয়েরই এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে রিসেপশনের আসর বসেছিল। আর সেই সেখানেই শাশুড়ি নীতু কাপুরকে নিয়ে ঝলমলে সাজে দেখা গেল আলিয়া ভাটকে।
#sidkiara grand wedding reception #sidharthmalhotra#kiaraadvani@viralbhayani77 🕺💃❤️ pic.twitter.com/BLgUW2T9ma
— Viral Bhayani (@viralbhayani77) February 12, 2023
<আরও পড়ুন: মালাবদলে নাচ-খুনসুঁটি, ঠোঁটে-ঠোঁট! সূর্যগড়ে রূপকথার বিয়ে ‘হির-রাঞ্ঝা’ সিদ্ধার্থ-কিয়ারার>
প্রাক্তনের রিসেপশনে রীতিমতো নজরকাড়া সাজ আলিয়া ভাটের। পরনে বেইজ রঙের শাড়ি। সিক্যুইন কাজে ঠাসা। খোলা চুল। ন্যুড মেকাপ। হিরের দুল। কাপুর-বৌমার জেল্লা যেন ঠিকরে পড়ছে। তবে স্বামীকে নয়, অন্য কারো সঙ্গে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে হাজির আলিয়া ভাট। তিনি রণবীর-আলিয়ার বন্ধু-পরিচালক অয়ন মুখোপাধ্যায়। পরে এলেন নীতু কাপুর। প্রাক্তনের রিসেপশনে হাজির হওয়া নিয়ে নেটপাড়ায় চর্চার অন্ত নেই। ভিডিও ভাইরাল। তবে শাশুড়ি-বৌমার দেখা মিললেও রণবীর কাপুর কোথায়? প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরা।
এদিকে শাশুড়ি নীতুও বৌমা আলিয়ার সঙ্গে তোলা রিসেপশনের ছবি ইনস্টাপোস্টে শেয়ার করেছেন। যা দেখে নেটপাড়া বলছে, রণবীর সত্যিই ভাগ্যবান। মা আর বউয়ের সম্পর্ক এত্ত ভাল। কেউ বলছেন, শাশুড়ি-বৌমার এই মিল দারুণ লাগে।