scorecardresearch

সেজেগুজেও স্বস্তিতে বেরোবার জো নেই! কার অনুমতি নিতে হয় আলিয়াকে?

কার জন্য অপেক্ষা করতে হয় অভিনেত্রীকে?

alia bhatt, actor alia bhatt, alia bhatt daughter, ranbir kapoor, raha bhatt kapoor, alia bhatt films
আলিয়া ভাট

আলিয়া ভাট এবং তাঁর কন্যা রাহা চর্চায় রয়েছেন। অন্ত্বসত্বা অবস্থা থেকেই আলিয়াকে নিয়ে মন্তব্যের শেষ ছিল না। একেই বিয়ের দুইমাসের মধ্যে সন্তানের খবর, তাঁর সঙ্গে মেয়ে হওয়ার পর থেকে একের পর এক সিক্রেট ফাঁস করছেন রণবীর।

ছয়মাসের রাহা, প্রতিদিন নতুন কিছু শিখছে। মায়ের সঙ্গে নিত্যনতুনভানে খেলা শুরু করেছে সে। পুঁচকে রাহা মায়ের কোলে শুয়ে শুয়েই ধীরে ধীরে কথা বলতে শুরু করেছে। এবং এই, মেয়েই আলিয়ার নিজস্ব প্রশংসক। ছয়মাসের মেয়ে কিনা মায়ের স্টাইলও বোঝেন? আলিয়া নিজেই জানিয়েছেন সেই কথা।

আরও পড়ুন [ ছয়মাসেই মাকে বিরাট উপহার, মেয়ে রাহার কাছ থেকে কী এমন পেলেন আলিয়া? ]

অভিনেত্রীর কথায়, বাড়ি থেকে বেরনোর আগে যতক্ষণ না হাসিমুখে রাহা তাকায়। আলিয়ার যেন সবকিছু ফিকে মনে হয়। নানা অনুষ্ঠানে নানা লুক, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরই মেয়ের দিকে তাকিয়ে থাকেন আলিয়া। বললেন… “আমি যখন তৈরি হই, ওর দিকে একবার তাকাই। তখন সকলেই একথা জিজ্ঞেস করেন, মাকে কেমন লাগছে দেখো তো? আমার মেয়ে যতক্ষণ না পর্যন্ত সেই হাসিটা দেয়। আমি যেন শান্তিতে বেরতেই পারি না। ওর ওই হাসিটাই আমায় সম্মতি দেয়”।

উল্লেখ্য, আলিয়া শুটিং শেষ করেছেন রকি আউর রানী কী প্রেম কাহানী ছবির। কিন্তু এখানেই শেষ না। এখন সামনে প্রমোশনে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। এখন মেয়েকে নিয়েও রয়েছে ব্যাস্ততা। অভিনেত্রীর কথায়, আমাদেরই শুনতে হয় কেন কেরিয়ারের টপ সময়ে সন্তান নিয়েছি। পুরুষদের শুনতে হয় না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt awaited for whom after getting ready