New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/26/o6kHtcT8mk0hmzczUBxJ.jpg)
আলিয়া যেভাবে সবটা সামাল দিলেন... Photograph: (Instagram)
Alia bhatt Viral Video: আলিয়া এই প্রথম গুচির লেহেঙ্গা পড়েছিলেন। স্কিন এর সঙ্গে টোনড এই লেহেঙ্গা, দেখে কেউ কেউ চমকে উঠেছিলেন। কেউ বলেছিলেন, এটা কী পড়েছিলেন তিনি? কিন্তু, তাঁকে লাগছিল অপূর্ব সুন্দর।
আলিয়া যেভাবে সবটা সামাল দিলেন... Photograph: (Instagram)
Alia Bhatt-News: আলিয়া ভাট, দিন দিন কুইন হয়ে উঠছেন। তিনি কান ফিল্ম ফেস্টিভ্যাল এর মঞ্চে যেভাবে নিজেকে দিনের পর দিন প্রেজেন্ট করছেন, তারপর দেখা যাচ্ছে.. তাঁকে নিয়ে আলোচনা হওয়ার আরও অনেক কারণ আছে। যেমন? এক তো এক্সক্লুসিভ এসব পোশাক। এতদিন ঐশ্বর্য ছিলেন কান কুইন, কিন্তু এবছর আলিয়া যেভাবে একের পর এক চমকে দেওয়া পোশাক পড়েছেন, তাতে এটুকু বোঝা যাচ্ছে ধীরে ধীরে ফ্যাশন ওয়ার্ল্ডে রেভলিউশন আনছেন তিনি।
আলিয়া এই প্রথম গুচির লেহেঙ্গা পড়েছিলেন। স্কিন এর সঙ্গে টোনড এই লেহেঙ্গা, দেখে কেউ কেউ চমকে উঠেছিলেন। কেউ বলেছিলেন, এটা কী পড়েছিলেন তিনি? কিন্তু, তাঁকে লাগছিল অপূর্ব সুন্দর। তবে, আলিয়ার এই লুক তোলপাড় ফেলেছে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে। কিন্তু ঘটেছে একটি ঘটনাও। সাধারণত, মডেল কিংবা অভিনেত্রী যারা ফ্যাশন র্যাম্পে হাঁটেন, তাঁদের সঙ্গে অসাবধানতায় নানা ঘটনা ঘটে। নানসময় অপ্রস্তুত হয়ে পড়েন তাঁরা। কখনও মডেলরা হাই হিলের কারণে উল্টে পড়ে যান, আবার কখনও তাঁরা নিজেদের পোশাকের কারণে সমস্যায় পড়েন।
আলিয়ার সঙ্গেও ঠিক এমনি এক ঘটনা ঘটল। অর্থাৎ? আলিয়া ভাট, তাঁর গুচি স্পেশ্যাল লেহেঙ্গার সঙ্গে একটি হালকা নেকলেস পড়েছিলেন। লাল গালিচায় যখন হাঁটছেন তিনি, ঠিক তখনই, ঘটে এক ঘটনা। হঠাৎ করেই দেখা যায় সেই বহুমূল্য হার আলিয়ার গলা থেকে খুলে পড়ে যাচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও, অভিনেত্রী কিছুক্ষন পর আন্দাজ করেন। এবং তারপর? একেবারেই হরকালেন না অভিনেত্রী। বরং, তিনি যেভাবে সামাল দিলেন, সেটা নিদারুণ। সকলের কাছে এক দারুণ শিক্ষণীয় হয়ে থাকল বিষয়টা। গলার নেকলেস যেই ঝুলবে ঝুলবে করছে, সঙ্গে সঙ্গেই আলিয়া এমন পোজ দিলেন...
আইকনিক সেই পোজ ভাইরাল হয়ে গেল কানের মঞ্চে। গলার কাছে হাত দিয়েই তিনি সেই ব্লান্ডার সামলে নিলেন। এবং এমন কিছু ছবি তিনি তুললেন যা দেখে চমকে উঠল সকলে। কেউ বুঝতেই পারল না, আসলে কী হয়েছে। কিন্তু, আলিয়া সকলের কাছে আইকন হয়ে উঠলেন। ড্যামেজ কন্ট্রোলে অভিনেত্রী নিজেই ফুল মার্কস পেলেন।