New Update
/indian-express-bangla/media/media_files/AZ6oWi2bxrnXJv9jdPjE.jpg)
Alia-Raha: মেয়েকে নিয়ে আলিয়া, নিতু সিংকে দেখতেই...
Alia bhatt news: মেয়েকে নিয়ে আলিয়া এবং রণবীর। পথে দেখা হল নীতু সিংয়ের সঙ্গে। আলিয়াকে দেখে জড়িয়ে ধরলেন নিতু। তাঁকে দেখে রাহা যা করল, নেটপাড়া বলছে, এমন সম্পর্ক যদি...
Alia-Raha: মেয়েকে নিয়ে আলিয়া, নিতু সিংকে দেখতেই...
একদিকে যখন দীপিকা এবং রণবীর নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন, ঠিক তখনই আলিয়া ভাট এবং রণবীর কাপুর তাঁরা মেয়েকে নিয়ে গেলেন কোথায়? আর তাঁর হাসিমুখ দেখে গলে জল নেটপাড়া।
আলিয়ার কোলে রাহা। সঙ্গে রণবীর কাপুর। মায়ের কাঁধে মাথা রেখে, রাহাকে দেখা যায় বিমানবন্দরে প্রবেশ করতে। প্রথমে একদম চুপচাপ থাকলেও তারপর সে শুরু করে কথা বলা। আর তাঁকে হাসতে বাধ্য করলেন যিনি, তিনি আর কেউ না, বরং তাঁর ঠাকুমা নিতু সিং। রণবীর মাকে দেখেই তাঁকে জড়িয়ে ধরেন। আর বৌমা আলিয়া, তাঁকে দেখে উচ্ছ্বসিত।
কিন্তু, নিতু সিং? তিনি তাঁর ছোট্ট পরী রাহাকে দেখে যে আনন্দ পেলেন, সেটি মন কেড়েছে সকলের। আর একরত্তি রাহা, সেও কম যায় না। ঠাকুমাকে দেখে তাঁর আনন্দ দেখে কে? এতক্ষণ চুপ করে থাকা পুঁচকে ঠাম্মাকে দেখেই যেভাবে লাফিয়ে উঠল, তাতে নেটপাড়া বলছে, "এর থেকেই বোঝা যায় ঠাকুমার সঙ্গে ভাল সম্পর্ক।" আবার অন্যদিকে...
ঠাকুমার এক্সপ্রেশন দেখলেও মন ভাল হয়ে যাওয়ার জোগাড়। আমার বাচ্চা বলেই নাতনিকে সম্বোধন করলেন তিনি। তাঁর পাশাপাশি, হাত বাড়িয়ে নানা অঙ্গভঙ্গি করার আগেই ঠাকুমার উদ্দেশ্যে তাঁর আনন্দের উচ্ছ্বাস। তাঁর হাসি দেখে কে? এমনকি হাত পা নেড়ে মায়ের কোল থেকে কতকিছু বলার চেষ্টা করছে সে। সেই ভিডিওই ভাইরাল। আর ভিডিও দেখে নেটপাড়া বলছে...
যাক আলিয়ার সঙ্গে তবে নিতু সিং এর সম্পর্ক একদম ঠিক। কেউ বলছেন, ঠাকুমা নাতনীদের এই সম্পর্ক সত্যিই অমুল্য। আবার কারওর কথায়, রাহা যে সকলের চোখের মণি সেটাই প্রমাণ হল আরেকবার। যদিও, বেশিরভাগের প্রশ্ন এখানেই, যে রণবীরের কন্যা, ঠিক কী কথা বলল ঠাকুমার সঙ্গে?