Advertisment
Presenting Partner
Desktop GIF

Alia Bhatt : ছিঃ এ কী কাণ্ড! কিশোর কুমারকে চিনতেন না আলিয়া, হাটে হাঁড়ি ভাঙলেন রণবীর

Alia Bhatt On Kishore Kumar : কিশোর কুমারের মতো প্রবাদপ্রতীম শিল্পীকে চিনতেন না আলিয়া ভাট। স্ত্রীর এই অজ্ঞতা গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ফাঁস করে দিলেন রণবীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কিশোর কুমারকে চিনতেন না আলিয়া

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া

Alia Bhatt and Ranbir Kapoor : বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। হাইওয়ে, গাঙ্গুবাই কাঠিওয়াড়ির মতো ছবিতে অভিনয় করেছেন। তারকা পরিবারে জন্ম আর বলিউডের অন্যতম স্বনামধন্য তারকা পরিবারেই পুত্রবধূ। কিন্তু, কিংবদন্তী শিল্পী কিশোর কুমারকেই চেনেন না! তিনি নান আদার দ্যান মহেশ কন্যা ও রণবীর ঘরণী আলিয়া ভাট। গোয়ায় অনুষ্ঠিত ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে আলিয়ার এই কথা ফাঁস করে দিলেন খোদ রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের কথা বলতে গিয়েই কিশোর কুমারের কথা বলেন রণবীর। 

Advertisment

রবিবার ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়ার অনুষ্ঠানে যোগ দেন রণবীর। সেখানেই সিনেমা আর সংগীতের প্রতি আলিয়ার দক্ষতার বিষয়টি উত্থাপন করেন। তাঁর মনে, আজকের প্রজন্মের চলচ্চিত্র জগতের কিংবদন্তীদের বিষয়ে গভীর জ্ঞান নেই। মিউজিকের ক্ষেত্রেও ঠিক তাই। তখনই রণবীর বলেন যে, আলিয়ার সঙ্গে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন তাঁর কাছে জানতে চেয়েছিলেন কিশোর কুমার কে? এটা শুনে খুব হয়েছিলেন। আর রবিবার রণবীরের কথা শুনে তাজ্জব সেখানে উপস্থিত প্রত্যেকে। 

উল্লেখ্য, এই বিষয়টি এখন পেজ ৩ খবরের চর্চিত বিষয় হয়ে উঠেছে। রণবীর ঠিক কী বলেছেন? তিনি বলেন, 'আমি যেদিন প্রথম আলিয়ার সঙ্গে দেখা করি সেদিন ও বলেছিল কিশোর কুমার কে।' গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে Rahul Rawail-এর সঙ্গে চ্যাট শোয়ে আলিয়ার এই সিক্রেট ফাঁস করে দেন রণবীর কাপুর। 

উপস্থিত দর্শকের মধ্যে থেকে অনেকেই রণবীরকে পাল্টা প্রশ্ন করেন, 'এটা সত্যি?' রণবীর অকপটে স্ত্রীর অজ্ঞতা স্বীকার করেছেন। দুজনের বয়সের একটা বিস্তর ফারাক রয়েছে। যখন তাঁদের প্রথম দেখা তখন আলিয়ার বয়স আরও কম। তবুও এই বিষয়টাকে মোটেই প্রশ্রয় দিচ্ছেন না রণবীর। 

তাঁর মতে, 'আজকের প্রজন্ম নিজেদের শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ করার দায়িত্ব প্রত্যেকের, প্রতিটি প্রজন্মের। জীবনটা একটা চক্রের মতো। এই বিশিষ্ট মানুষগুলোকে অনেকেই ভুলে যাচ্ছে। নিজেদের উৎসকে মনে রাখাটা কর্তব্য'। আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করা হবে। সেখানে রাজ কাপুরের ১০টি ছবি প্রদর্শিত হবে। এই আয়োজনের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, চলচ্চিত্রজগতের ঐতিহ্যকে প্রতিটি প্রজন্মের সামনে তুলে ধরা।  

আরও পড়ুন :ioeমুম্বইয়ে নতুন সংসার পাতবেন বিজয়-তামান্না? নতুন বাড়ির খোঁজে তারকা কাপল

 

 

 

 

Kishore Kumar Ranbir Kapoor-Alia Bhatt wedding ranbir kapoor aliaa bhatt
Advertisment