Tamanna-Vijay : মুম্বইয়ে নতুন সংসার পাতবেন বিজয়-তামান্না? নতুন বাড়ির খোঁজে তারকা কাপল

Tamanna-Vijay New House : ২০২৫-এ বিয়ে করবেন তামান্না-বিজয়? সেই জন্যই নতুন বাড়ির খোঁজ করছেন তারকা লাভ-বার্ডস!

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
''আমার সুখের জায়গা'', প্রেমিক বিজয় ভার্মার্কে নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া

নতুন বাড়ির খোঁজে তারকা কাপল

Tamanna-Vijay Relationship:সিনে দুনিয়ায় বিয়ের মরশুম। টলিউড থেকে বলিউড সর্বত্রই সাত পাকে বাঁধা পরার সুখবর। কারও এই বছরই তো কারও আবার ২০২৫-এ শুভ পরিণয় সুসম্পন্ন হবে। এবার সম্ভবত সেই তালিকায় নাম জুড়ে গেল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ারও। বিজয় বর্মার সঙ্গে আগামী বছরই চার হাত এক করে নতুন জার্নি শুরু করার কানাঘুষো টিনসেল টাউনের অন্দরে। শোনা যাচ্ছে, বিয়ের পর স্বপ্নের বাড়ির খোঁজ করছেন তামান্না-বিজয়। মুম্বইয়ে নতুন সংসার পাতার পরিকল্পনা রয়েছেন ইন্ডাস্ট্রির এই পাওয়ার কাপল-এর। বলাবাহুল্য, বিজয়-তামান্নার রসায়নের জেরেই তাঁরা পাওয়ার কাপল তকমা পেয়েছেন। 

Advertisment

'লাস্ট স্টোরি'র সেটেই শুরু 'লাভ স্টোরি'। ওই সিনেমায় কাজ করতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন। সম্পর্কের প্রথম পর্যায়ে ব্যক্তিগতজীবন নিয়ে একেবারে স্পিকটি নট ছিলেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। ২০২২-এ এক পার্টিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাঁদের।

Advertisment

তখনও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটে ছিলেন। হাত ধরে বিভিন্ন পার্টিতেও নজর কাড়েন বিজয়-তামান্না। নিজেদের ভালো বন্ধু বলেই বারবার সম্বোধন করতেন। অবশেষে ২০২৩-এ আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেন তারকা কাপল। 

ওই বছরের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে সুখে আছেন। কাজের ক্ষেত্রেও তাঁরা পরস্পরের পাশেইে থাকেন বলে জানিয়েছিলেন। উল্লেখ্য, ‘লাস্ট স্টোরি ২’-তে তমন্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় দর্শক এনজয় করেছিল। তামান্নাকে শেষ দেখা যায় স্ত্রী ২ ও বেদা-তে। স্ত্রী ২-এর আজ কি রাত গানে লাস্যের ছটায় ঝড় তুলেছেন পুরুষ হৃদয়ে। 

আরও পড়ুন: প্রেমেচর্চা উসকে বিজয়-রশ্মিকার 'উই টাইম', ফাঁস সিক্রেট লাঞ্চ ডেটের ছবি