মেয়েকে নিয়ে একটু বেশিই ভাবনা চিন্তা করেন আলিয়া! পাঁচ মাসের রাহা বাবা মায়ের নয়নের মণি। কিন্তু রাহাকে বাড়িতে রেখে শুটিংয়ে যাওয়া হোক অথবা নানা অনুষ্ঠানে যোগ দেওয়া, নিজেকে কিভাবে ম্যানেজ করেন আলিয়া?
আলিয়ার কথায়, সেভাবে কোনওকিছুই হিসেব করে চলেন না অভিনেত্রী। বরং সবকিছু সময়ের সঙ্গেই মানিয়ে নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুলেছেন তিনি। বললেন, "আমি সবকিছুতে চাপ দেওয়া পছন্দ করি না। মেয়ে রাহা এবং আমি রণবীরের সঙ্গে সময় কাটাবই, এমনটাও নয়। মেয়ে নিজেও ছোট। ওর ক্ষেত্রেও খারাপ সময়, ভাল সময় রয়েছে। আমিও যেহেতু মা, তাই সবদিক আমাকেও ভেবে চিন্তে চলতে হয়। আমি সবকিছু নিজের আয়ত্বে রাখতে ভালবাসি। জিনিসকে টেক্কা দেওয়াই আমার ধরণ"।
আরও পড়ুন < ‘সবথেকে কঠিন সিদ্ধান্ত..’, সম্পর্কে ভাঙন! শীঘ্রই আইনি বিচ্ছেদ বরখা-ইন্দ্রনীলের >
একজন ভাল মা হতে গেলেই কেরিয়ারকে পেছনে ফেলতে হবে? আলিয়া এখন বেশিরভাগ সময়টাই মেয়ে রাহার জন্য বরাদ্দ রেখেছেন। যত সময় যাবে কি করে সবকিছু ম্যানেজ করতে হয় সেটাও শিখবেন বলেই জানিয়েছিলেন তিনি। তবে আলিয়ার কথায়, "মেয়েদের ওপর সবসময় চাপ থাকে। শুধু তাই নয়, একটা প্রবাদ রয়েছে যে ভাল মা হতে গেলে নিজের কেরিয়ার, ভালবাসা সবকিছু বলি দিতে হবে। নিজের থেকেও বেশি সময় বাচ্চার জন্য বরাদ্দ রাখা দরকার। আবার কাজের ক্ষেত্রেও নতুন মায়েদের বেশ কিছু সমস্যা থাকে"।
মানুষের কথায় নিদারুণ প্রভাবিত হন আলিয়া? আবার কেউ তাঁকে ভুল ধরিয়ে না দিলেও অদ্ভুত অনুভুতি হয় তাঁর। নিজেকে ভাল রাখতে বেশ কিছু দিকে নজর দিয়েছেন অভিনেত্রী। যেমন? মানসিক স্বাস্থ্য সঠিক রাখতে থেরাপি নেন তিনি। যেখানে মন খুলে নিজের ভয়, ভাবনার কথা স্বীকার করেন। আলিয়ার কথায়, "সবকিছু সহজে হয় না। নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে হবে। সবার কাছে সব উত্তর থাকে না, সবাই সবকিছু নিজের মত করে প্রথম থেকে সামলাতে পারে না"।