/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/alia-ranbir.jpg)
মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর আলিয়া
রণবীর কাপুর যে ফুটবল ফ্যান, সেকথা সকলেরই জানা। নিজেও ফুটবল খেলতে ভালবাসেন। আর চলতি ফিফা বিশ্বকাপের মাঝেই মেয়ের নাম প্রকাশ্যে আনলেন বার্সেলোনা ফ্যান বাবা রণবীর। নামেও অভিনবত্ব। বাবা-মা দুজনের নাম মিলিয়েই সন্তানের নামকরণ করা হয়েছে। আর সেই নামের অর্থও দারুণ। এমনকী সংংস্কৃত, আরবি ভাষায় তো বটেই বাংলা অভিধানেও মেয়ের নামের কী অর্থ? নিজেরাই জানালেন রণবীর-আলিয়া।
চলতি বছর নভেম্বর মাসের পয়লা সপ্তাহেই তাঁর কোল আলো করে কাপুর পরিবারে লক্ষ্মীর আগমন ঘটেছে। দিনটা ছিল ৬ নভেম্বর রবিবার। সেই সপ্তাহে লক্ষ্মীবারেই ঘরের লক্ষ্মীকে গৃহপ্রবেশ করিয়েলেন ঠাকুমা নীতু কাপুর। বাবা-মা রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন থেকেই সন্তানের লালন পালন নিয়ে চিন্তায়। এবার দিন পনেরোর মাথায় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া। নাম রেখেছেন দিদা।
এক বৃহস্পতিবার মেয়েকে নিয়ে গৃহপ্রবেশ করেছিলেন রণবীর-আলিয়া। আরেক লক্ষ্মীবারে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন। তাও আবার অভিনবভাবে। যে ছবি শেয়ার করেছেন, তাতে মা-বাবার কোলে খুদে সন্তানের খানিক ঝলক দেখা যাচ্ছে। তবে পুরো ফোকাসটাই ব্যাকগ্রাউন্ডে রাখা জার্সিতে। তাতেই লেখা রণবীর-আবিয়ার মেয়ের নাম।
নীল-মেরুন রং। বার্সেলোনার জার্সি। রণবীরের প্রিয় ফুটবল টিম। তাই মেয়ের নাম প্রকাশও করলেন ফুটবল-প্রেমকে কেন্দ্র করে। জার্সিতে লেখ- 'রাহা'। রণবীর ও আলিয়ার নামের আদ্যাক্ষর নিয়েই মেয়ের নামকরণ করছেন। এবার 'রাহা' নামের কী অর্থ সেটাও জানিয়ে দিলেন মা আলিয়া ভাট নিজেই। খুশি, সমৃদ্ধি, আনন্দ, আরাম, শান্তি, জয়ের অর্থ 'রাহা'।
<আরও পড়ুন: ডিসেম্বরেই কলকাতায় শাহরুখ, বচ্চনরা! সৌজন্য KIFF, জানালেন মমতা>
প্রসঙ্গত, কাপুর পরিবারে গৃহলক্ষ্মীর আগমনে খুশিতে ডগমগ সকলে সকলে। ঠাকুমা নীতু কাপুর, দাদু রণধীর কাপুর, পিসি রিধিমা, করিশ্মা-করিনাদের আনন্দ যেন ধরছেই না। দাদু-দিদা হয়েছেন বলে কথা! মহেশ ভাট, সোনি রাজদানও আনন্দে লাফাচ্ছেন। প্রথম সন্তানের আগমনে ততোধিক আবেগঘন বাবা-মা রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। তবে উদযাপনের কোনও জাকজমক নেই। একেবারে সাদামাটাভাবে আর পাঁচজন মা-বাবার মতোই বাচ্চাকে সামলাচ্ছেন রণলিয়া।