রণবীর কাপুর যে ফুটবল ফ্যান, সেকথা সকলেরই জানা। নিজেও ফুটবল খেলতে ভালবাসেন। আর চলতি ফিফা বিশ্বকাপের মাঝেই মেয়ের নাম প্রকাশ্যে আনলেন বার্সেলোনা ফ্যান বাবা রণবীর। নামেও অভিনবত্ব। বাবা-মা দুজনের নাম মিলিয়েই সন্তানের নামকরণ করা হয়েছে। আর সেই নামের অর্থও দারুণ। এমনকী সংংস্কৃত, আরবি ভাষায় তো বটেই বাংলা অভিধানেও মেয়ের নামের কী অর্থ? নিজেরাই জানালেন রণবীর-আলিয়া।
Advertisment
চলতি বছর নভেম্বর মাসের পয়লা সপ্তাহেই তাঁর কোল আলো করে কাপুর পরিবারে লক্ষ্মীর আগমন ঘটেছে। দিনটা ছিল ৬ নভেম্বর রবিবার। সেই সপ্তাহে লক্ষ্মীবারেই ঘরের লক্ষ্মীকে গৃহপ্রবেশ করিয়েলেন ঠাকুমা নীতু কাপুর। বাবা-মা রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন থেকেই সন্তানের লালন পালন নিয়ে চিন্তায়। এবার দিন পনেরোর মাথায় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া। নাম রেখেছেন দিদা।
এক বৃহস্পতিবার মেয়েকে নিয়ে গৃহপ্রবেশ করেছিলেন রণবীর-আলিয়া। আরেক লক্ষ্মীবারে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন। তাও আবার অভিনবভাবে। যে ছবি শেয়ার করেছেন, তাতে মা-বাবার কোলে খুদে সন্তানের খানিক ঝলক দেখা যাচ্ছে। তবে পুরো ফোকাসটাই ব্যাকগ্রাউন্ডে রাখা জার্সিতে। তাতেই লেখা রণবীর-আবিয়ার মেয়ের নাম।
নীল-মেরুন রং। বার্সেলোনার জার্সি। রণবীরের প্রিয় ফুটবল টিম। তাই মেয়ের নাম প্রকাশও করলেন ফুটবল-প্রেমকে কেন্দ্র করে। জার্সিতে লেখ- 'রাহা'। রণবীর ও আলিয়ার নামের আদ্যাক্ষর নিয়েই মেয়ের নামকরণ করছেন। এবার 'রাহা' নামের কী অর্থ সেটাও জানিয়ে দিলেন মা আলিয়া ভাট নিজেই। খুশি, সমৃদ্ধি, আনন্দ, আরাম, শান্তি, জয়ের অর্থ 'রাহা'।