খুশির খবর বলিউডে! মা হতে চলেছেন আলিয়া ভাট। সকাল হতেই বিশাল গুড নিউজ দিলেন রণবীর-আলিয়া ( Ranbir Kapoor- Alia Bhatt)। আড়াই মাসের মধ্যেই পরিবারে নতুন সদস্য আসার খবর জানালেন অভিনেত্রী।
ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে বললেন, “আমাদের বেবি শীঘ্রই আসছে!” নিজের আলট্রাসোনোগ্রাফির ছবি দিয়েই জানালেন সুখবর। ছায়ার মত পাশে রয়েছেন রণবীর। সকাল সকাল হাসপাতাল থেকেই মা হওয়ার টাটকা খবর দিলেন তিনি। তাঁদের বিয়ে নিয়েও সরগরম ছিল গোটা বলিউড, আর এবার বেবি শের আসার খবর পেতেই শুভেচ্ছার বন্যা বলিউডে। তিনমাসের মধ্যেই সুখবর দিলেন কাপুর ঘরণী।
আরও পড়ুন [ এপ্রিলে বিয়ে, জুনে-ই ‘অন্তঃসত্ত্বা’ আলিয়া! কাঁদছেন করণ জোহর ]
প্রিয়াঙ্কা থেকে মালাইকা অরোরা হাসিমুখে সকলেই শুভেচ্ছা জানালেন (Bollywood wishes Alia Bhatt)। এদিকে খুশির আমেজ কাপুর পরিবারে। খুশিতে আত্মহারা বোন রিধিমা। লিখলেন, আমার বেবিদের একটা ছোট বেবি আসতে চলেছে। নীতু সিং এর আনন্দ যেন ধরছে না। ঠাকুমা হতে চলেছেন তিনি। উৎফুল্লতা ঘিরে ধরেছে করণ জোহরকে। লিখলেন, আমার মেয়ে মা হতে চলেছে! এই আনন্দ কোথায় রাখি!
এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও ভীষণ খুশি! জানালেন, অপেক্ষা করতে পারছি না। তোমায় অনেক শুভেচ্ছা। অভিনেতা রিতেশ দেশমুখ বললেন, জীবনের সবথেকে ভাল পর্যায় আজ শুরু হল, শুভেচ্ছা! মা সোনি রাজদান বললেন, আমার মাম্মা এবং পাপা লায়নকে জীবনের সেরা মুহূর্তের জন্য আগাম শুভেচ্ছা। একসঙ্গে হাজার সুখবর রণবীরের জীবনে! এবছর দুটো জমকালো সিনেমা, এদিকে বাবা হওয়ার উচ্ছ্বাস- সবমিলিয়েই আনন্দে মেতে রয়েছেন অভিনেতা।