scorecardresearch

‘ঐশ্বর্য ঐশ্বর্য’, আলিয়াকে ভুল নামে সম্বোধন মেটগালায়! তারপর অভিনেত্রী যা করলেন…

কীভাবে পরিস্থিতি সামলালেন আলিয়া?

alia bhatt, alia bhatt troll, alia bhatt bollywood, bollywood update, bollywood news, bollywood latest, latest entrtainment news, aishwarya rai, met gala 2023, met gala, bollywood actress at met gala, met gala this year, 2023 met gala, aishwarya rai met gala
আলিয়াকে ঐশ্বর্য ডাকলেন অনেকে

আলিয়াকে ঐশ্বর্য বলে ডাক! মেট গালার রেড কার্পেটে অপমানিত বলিউড অভিনেত্রী! কিভাবে সামলালেন পরিস্থিতি?

এই প্রথম আলিয়ার ডেবিউ হল মেটগালার রেড কার্পেটে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্য রাই এবং দীপিকা পাডুকোন … বলিউড ডিভাদের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। চর্চায় ছিল প্রিয়াঙ্কার সাদা পোশাক এবং দীপিকার হট পিংক পোশাক। তবে, আলিয়ার প্রথম মেট গালা কি তবে সফল হল? কী ঘটেছিল আসলে?

আরও পড়ুন [ রাখীর তুলনা নেই, দুঃস্থ শিশুর চিকিৎসা-পড়াশোনায় সাহায্যের হাত বাড়ালেন অভিনেত্রী ]

এক লক্ষ মুক্ত দিতে তৈরি গাউন পরেই হাজির হয়েছিলেন আলিয়া। বলাই বাহুল্য, মেট গালার থিমের ন্যায় অদ্ভুত পোশাক নয়, বরং নিদারুণ সুন্দর লাগছিল তাঁকে। তবে, আলিয়া রেড কার্পেটে পৌঁছতেই তাঁকে ঐশ্বর্য ঐশ্বর্য বলে ডাকতে থাকেন সকলে। একথা, অস্বীকার করার নয় বলিউডের সকল তারকার মধ্যে দীপিকা এবং ঐশ্বর্যই এই কার্পেটে তাক লাগিয়েছেন। আলিয়াকে কি তবে চিনতে ভুল হল তাঁদের? কিন্তু পরিস্থিতি বেশ সাবলীলভাবে সামাল দিলেন আলিয়া।

হাসিমুখেই পোজ দিলেন তিনি। একেবারেই কোনও বিরক্তি অথবা রাগ নেই। যতক্ষণ সময় পেলেন রেড কার্পেটে ততক্ষণ বেশ উপভোগ করলেন মুহূর্ত। এমনকি দেশে ফিরেও বেশ হাসিখুশি আলিয়া। বিমানবন্দরে হাসিমুখে দেখা গেল তাঁকে। বর্তমানে তাঁর সব লুকই বেশ আলোচনায়। প্রাচ্য, পাশ্চাত্য সব জায়গাতেই বেশ নজর কেড়েছেন আলিয়া।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt recalled as aishwarya at met gala