Advertisment
Presenting Partner
Desktop GIF

দাম্পত্যের ১ বছর পার, পয়লা বিবাহবার্ষিকীতে রণবীরকে মিষ্টি বার্তা আলিয়ার, শুভেচ্ছার জোয়ার

বিয়ের জন্মদিনে অদেখা ছবি ফাঁস আলিয়া ভাটের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Alia bhatt, ranbir kapoor, alia ranbir, ranbir alia, alia ranbir love story, alia ranbir anniversary, alia bhatt news, ranbir kapoor news, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর আলিয়া, রণবীর আলিয়ার প্রথম বিবাহবার্ষিকী, বলিউডের খবর

রণবীর-আলিয়ার প্রথম বিবাহবার্ষিকী

১৪ এপ্রিল, ২০২২ সালের এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। আর এই একটা বছর যে তারকাদম্পতির জীবনে বেশ রোমাঞ্চকর কেটেছে, তা বলাই বাহুল্য। বিয়ের মাসখানেকের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তান এসেছে তাঁদের কোলে। স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি এখন তাঁরা খুদে রাহার মা-বাবাও। তাই বিয়ের প্রথম জন্মদিনে অদেখা ছবি শেয়ার করে স্বামীকে আদরবাসা জানালেন কাপুর-বধূ আলিয়া।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেওয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তাঁর প্রোফাইল থেকেই করেন। এবার প্রথম বিবাহবার্ষিকীতেও রণবীরের সঙ্গে একাধিক মিষ্টি ছবি শেয়ার করলেন। যে ছবিগুলো আগে কখনও প্রকাশ্যে আসেনি। সেখানে যেমন নজর কাড়ল বিয়ের সময়ে গায়ে হলুদের মুহূর্ত, ঠিক তেমনই দেখা গেল বিয়ের আগে রণবীর-আলিয়ার মাসাইমারা সফরের রোম্যান্টিক ঝলক।

<আরও পড়ুন: সৌরসেনীতে মগ্ন নিখিল! নায়িকার জন্মদিনে বিশেষ পোস্ট নুসরত-প্রাক্তনের, ‘প্রেম করছেন?’>

প্রথম ছবি গায়ে হলুদের। দ্বিতীয়টা যখন মাসাইমারা সফরে গিয়ে রণবীর ঘাসের জমিতে হাঁটু মুড়ে বসে। আলিয়ার হাত ধরে সারাজীবনের সফরসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। এবং তৃতীয় ছবিটি খুব সাম্প্রতিক, যেখানে রালিয়া একে-অপরে মগ্ন। ক্যাপশনে লেখা- "খুশির দিন।" আর আলিয়ার সেই পোস্টেই শুভেচ্ছার জোয়ার। বিটাউনের তারকারা থেকে অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন রণবীর-আলিয়াকে।

আলিয়ার মা সোনি রাজদান বিয়ের একাধিক ছবি শেয়ার করে মেয়ে-জামাইকে ভালবাসা জানিয়েছেন। নীতু কাপুরও ইনস্টা স্টোরিতে লিখেছেন, "শুভ বিবাহবার্ষিকী আমার সুন্দর মানুষেরা। আমার হৃদস্পন্দন। ভালবাসা আর আশীর্বাদ।" রণবীরের দিদি রিধিমা কাপুরও ইনস্টা স্টোরিতে লেখেন, "রাহার মা-বাবাকে শুভ পয়লা বিবাহবার্ষিকী।"

Soni Razdan alia bhatt neetu kapoor ranbir kapoor bollywood Bollywood News Ranbir Kapoor-Alia Bhatt wedding Entertainment News
Advertisment