scorecardresearch

সৌরসেনীতে মগ্ন নিখিল! নায়িকার জন্মদিনে বিশেষ পোস্ট নুসরত-প্রাক্তনের, ‘প্রেম করছেন?’

প্রেমের জল্পনাই সত্যি!

Sauraseni Maitra, Sauraseni Maitra birthday, Nikhil Jain, Sauraseni Maitra Nikhil Jain, Nusrat Jahan Ex husband, Nusrat Nikhil, tollywood news, সৌরসেনী মৈত্রর জন্মদিন, নিখিল জৈন, সৌরসেনী মৈত্র, নিখিল সৌরসেনী, নুসরত জাহান, নুসরত জাহানের প্রাক্তন স্বামী, নিখিল নুসরত, টলিউডের খবর
সৌরসেনীর মৈত্রর জন্মদিনে বিশেষ পোস্ট নিখিল জৈনের

নুসরত জাহানের সঙ্গে বিয়ের পর রাতারাতি সেলেব হয়ে ওঠেন নিখিল জৈন। যদিও বছর তিনেক আগে সেই বিয়ে ভেঙেছে, তবে তারপর থেকে কিন্তু একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নুসরত-প্রাক্তনের। টলিপাড়ার প্রথমসারি থেকে উঠতি অভিনেত্রীদের নামও শোনা গিয়েছে। তবে বর্তমানে টলিপাড়ায় কানাঘুষো খবর, বস্ত্র বিপণন সংস্থার মালিকের নাকি বিশেষ বান্ধবী সৌরসেনী মৈত্র।

নিখিলের সঙ্গে সৌরসেনীর সম্পর্কের গুঞ্জন প্রায় মাসখানেক ধরেই। সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেও অনুরাগীদের কৌতূহল, তাঁরা নাকি একসঙ্গে বিদেশ-বিঁভুইয়ে ঘুরতে গিয়েছিলেন! যদিও দুইপক্ষের তরফে এই সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব বলে তকমা সাঁটা হয়েছে, তবে চিঁড়ে তাতে মোটেই ভেজেনি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নিখিল-সৌরসেনীর সম্পর্ক নাকি আরও ঘনীভূত হচ্ছে। আর সেই জল্পনাকেই উসকে দিল নায়িকার জন্মদিনে তাঁর বিশেষ বন্ধু নিখিলের পোস্ট।

[আরও পড়ুন: ‘কিচ্ছু হয়নি, ভুয়ো খবর’, বোমা ফেটে গুরুতর আহত হওয়ার খবর নস্যাৎ সঞ্জয় দত্তের]

১৩ এপ্রিল, সৌরসেনীর জন্মদিন। বুধবার মধ্যরাতে নুসরত জাহানের প্রাক্তন স্বামী এক মিষ্টি পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। অদেখা এক ছবি। যেখানে সৌরসেনী মন খুলে হাসছেন, আর সেই হাসিতে মগ্ন নিখিল। ক্যাপশনে বিশেষ বান্ধবীর জন্য বিশেষ বার্তা- “শুভ জন্মদিন সৌরসেনী মৈত্র। এভাবেই হাসতে থাক, যেভাবে সবসময়ে হাসো। তবে নেতিবাচক মানুষদের থেকে সাবধান।”

আর সেই পোস্ট দেখে নেটপাড়ার উত্তেজনা তুঙ্গে। সকলেরই প্রশ্ন- তাহলে কি সত্যিই সৌরসেনীর সঙ্গে প্রেম করছেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈন? যদিও এই প্রশ্নের উত্তর দিন কয়েক আগেই খোলসা করেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “এপ্রসঙ্গে কিছুই বলতে চাই না। প্রেম করছি না বললেও লোকে যা ভাবার ভাববেন।” উল্লেখ্য, নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ড রঙ্গোলির বিজ্ঞাপনী শুট করতে গিয়েই সৌরসেনীর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে নিখিলের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nusrat jahan ex husband nikhil jain wishes sauraseni maitra on her birthday