দেশে ওমিক্রনের বাড়বাড়ন্তে প্রেক্ষাগৃহের দরজায় তালা ঝোলাতে বাধ্য হয়েছিল দিল্লির কেজরিওয়াল সরকার। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই অতিরিক্ত সতর্কতা জারি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজধানীর সিনেমাহলগুলোয় নিষেধাজ্ঞা জারি হওয়ায় একাধিক বলিউড ছবির রিলিজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতারা। এবার কেজরিওয়াল সরকার ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহের দ্বার খোলার ঘোষণা করতেই ফের আশার আলো দেখতে শুরু করেছেন তাঁরা। সঞ্জয়লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ক্ষেত্রেও তার অন্যথা হল না। শুক্রবারই দিল্লি সরকারের এমন সুখবর ঘোষণার সঙ্গে সঙ্গে পরিচালক 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন।
শেষমেশ মুক্তির আলো দেখতে চলেছে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত বনশালীর দ্বিতীয় 'ম্যাগনাম অপাস' প্রজেক্ট 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। প্রথমটায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে রিলিজ করা হবে। কিন্তু ওমিক্রনের বাড়বাড়ন্ত সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল। দেশের একাধিক রাজ্যের প্রেক্ষাগৃহগুলোয় তালা ঝুলতেই লোকসানের ঝুঁকি নিতে চাননি পরিচালক। তবে এবার 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' মুক্তির নয়া দিনক্ষণ ঘোষণা করলেন বনশালি। ফেব্রুয়ারি মাসেরই ২৫ তারিখ রিলিজ করছে এই সিনেমা। অর্থাৎ, আলিয়া অভিনীত সিনেমার মুক্তি পিছিয়েছে এক সপ্তাহ। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে এসেছিল টিজার। যা দেখে দর্শকনা ইতিমধ্যেই মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।
<আরও পড়ুন: গোধূলি লগ্নে বাঙালি মতে সাত পাকে ঘুরলেন মৌনী রায়, হল সিঁদুরদান-কনকাঞ্জলি, দেখুন বিয়ের ভিডিও>
উল্লেখ্য, এর পাশাপাশি আরেক সুখবরও রয়েছে। আলিয়া ভাট, অজয় দেবগণ অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র প্রিমিয়ার হবে ৭২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। দশ দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোন দিন 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' প্রদর্শিত হবে, সেই নির্দিষ্ট তারিখ অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, হুসেইন জায়েদির লেখা 'মাফিয়া ক্যুইনস অফ মুম্বই'-এর আঁধারেই তৈরি হয়েছে এই ছবি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ষাটের দশকের মুম্বইয়ে এই একটি নামেই কাঁপন ধরত মায়ানগরীর ডন-মাফিয়াদের। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা তিনি। অনেকের কাছে তিনি ‘মুম্বই মাফিয়া কুইন’ নামেই পরিচিত। যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেমন সূর্যের আলো ঢোকা নিষিদ্ধ ছিল, ঠিক তেমনই গাঙ্গুবাইয়ের অঙ্গুলি হেলন ব্যতীত কোনও কাক-পক্ষীর প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি ছিল। মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লীতে বিক্রি হওয়াা মহিলাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন দৌর্দণ্ড্যপ্রতাপ নেত্রী হিসেবে। গণিকালয় থেকে রাজনীতিক হওয়ার যাত্রা নেহাতই সুখকর ছিল না তাঁর। কামাথিপুরার সেই ডাকসাইটে মহিলার জীবনকাহিনিই এবার আলিয়া ভাটের হাত ধরে পর্দায় ফুটে উঠতে চলেছে। নেপথ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন