/indian-express-bangla/media/media_files/2025/05/05/I0artKSs1jwM4Qvbmxv8.jpg)
কে কে তাঁর পোশাকে সেজেছিলেন...
Sabyasachi Mukherjee Designed Met Gala Dress: আজ মধ্যরাত থেকেই শুরু হতে চলেছে মেট গালা ( Met Gala )। এ এক এমন শো, যেখানে যেমন কিছু উদ্ভট পোশাক দেখা যায়, ঠিক সেরকমই কিছু আইকনিক পোশাক ও নজরে আসে। সারা বিশ্বজুড়ে নানা তারকারা নানা ডিজাইনারদের পোশাকে তাকে লাগিয়ে থাকেন। শুধু তাই নয়, তাঁদের পোশাক নিয়ে যেমন প্রশংসা হয়, ঠিক সেরকম সমালোচনা পর্যন্ত হয়। বারবার বহু তারকা ভারত থেকে সেখানে র্যামপে হেঁটেছেন। কেউ কেউ তো দারুণ প্রশংসা কুড়িয়েছেন।
সেই তালিকায় দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট এমনকি প্রিয়াঙ্কা চোপড়া আরও অনেকেই আছেন। আর এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নাম। তিনি কিং খান। শাহরুখ খান আজ রাতেই মেটগালায় হাঁটবেন তাও আবার সব্যসাচীর পোশাক পরে। যতদূর ধারণা করা সম্ভব হচ্ছে, ততদূর তিনি বাংলার কোনও টাচ রাখতে চলেছেন তাঁর পোশাকে। কিন্তু, এই মেট গালায় গতবছর থেকে শুরু হয়েছে সব্যসাচী ম্যাজিক! গতবছর আলিয়া ভাটের টাইমলেস গার্ডেন লুক ঝড় তুলেছিল।
কিন্তু সব্যসাচী মুখোপাধ্যায়, যার পোশাক পরে বলিউডের প্রায় সমস্ত নায়িকারা বিয়ের পিঁড়িতে বসেছেন, তিনি কিন্তু মেটগালা তে কাজ শুরু করেন আলিয়া ভাটের হাত ধরে। গত বছর আলিয়ার পোশাক অত্যন্ত যত্ন নিয়ে তিনি ডিজাইন করেছিলেন। শুধু ডিজাইন বললে ভুল হবে যখন থিমের সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার প্রশ্ন আসে, তখন আলিয়া ভেবেছিলেন যে সব্যসাচীর থেকে ভাল সুযোগ্য ডিজাইনার আর কেউ হতেই পারে না। আলিয়ার শাড়ির প্রত্যেকটা ডিটেইল যেন বিদেশি সমর্থকদের মধ্যে, ফ্যাশনের অন্য পরিভাষা স্পষ্ট করেছিল।
শুধু আলিয়া ভাট নয় বরং নাতাশা পুনাওয়ালাও সেই তালিকায় রয়েছেন। তিনিও সব্যসাচীর শাড়িকে আইকনিক ভাবে পরি তাক লাগিয়ে দিয়েছিলেন। সব্যসাচী শাড়ির সাথে তিনি টুইনিং করে পড়েছিলেন গোল্ড মেটালিক Schiaparelli couture bustier.. আর তারই পোশাক একদম অনন্য লুক ক্রিয়েট করেছিল। যাতে ভারতীয় ট্রেন্ডের এক দারুণ দিক প্রকাশ পেয়েছিল। সব্যসাচী মুখোপাধ্যায় নিজেও এই মেট গালায় হেঁটেছিলেন গতবছর। নিজের পোশাক এবং জুয়েলারি পড়ে, তিনি হাজির হয়েছিলেন।
এবার শাহরুখ খান। বেঙ্গল টাইগার এর উল্লেখ করেছেন ডিজাইনার নিজে। সুতরাং, দারুণ কিছু একটা হতে চলেছে, এও বোঝা সম্ভব।