/indian-express-bangla/media/media_files/2025/10/02/cats-2025-10-02-14-50-03.jpg)
কাজল-রানির পুজোয় আলিয়া
Rani and Kajol Durga Puja: মুম্বইয়ে মুখুজ্জে বাড়ির পুজোর কথা আজ আর আলাদা করে বলার প্রয়োজনই পড়ে না। বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয় ভিড় জমায় মুম্বইবাসী। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রতিমা দর্শনের জন্য আসেন। নিজের হাতে ভোগ বিতরণ করেন কাজল-রানি সহ পরিবারের অনেকেই। মুখোপাধ্যায় বাড়ির পুজোর প্রতিটি মুহূর্ত ধরা পড়ে সেলেব পাপারাজ্জিদের লেন্সে। মহানবমীর দিন পুজোর আনন্দ উপভোগ করতে নর্থ মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলে পৌঁছালেন বলি ডিভা আলিয়া ভাট। মহেশ কন্যার গ্ল্যামারের ছটায় বুঁদ উপস্থিত সকলে। প্রিয় অভিনেত্রীকে দেখে সেলফি তোলার আবদার করেন ভক্তরা, ভিড় জমায় সেলেব প্যাপেরা।
প্যাণ্ডেলে পৌঁছতেই আলিয়াকে আপ্যায়ান করলেন রানি মুখোপাধ্যায় ও অয়ন মুখোপাধ্যায়। সেলেব প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে সেই হৃদয়গ্রাহী মুহূর্ত। দুর্গাপুজোয় আলিয়ার সাজেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। নবমী নিশিতে আলিয়ার পরনে ছিল আইভরি রঙের ভি-আকৃতির ব্লাউজের সঙ্গে সোনালি রঙের শাড়ি। কাপুর বধূর সাজকে আরও একটু তোল্লাই দিয়েছে তাঁর কপালের ছোট্ট কালো টিপ আর আংশিক খোলা চুল।
আরও পড়ুন উৎসবের দিনে কাকার স্মৃতিতে চোখে জল, অয়নের ক্যামেরাবন্দি কাজল-রানির আবেগঘন মুহূর্ত
অন্যদিকে রানি মুখোপাধ্যায় পরেছিলেন সিলভার ও হালকা নীল সিল্কের শাড়ি। দোসর সিঁথির চওড়া সিঁদুর, ছোট্ট দুল আর লাল টিপ। একে অপরকে জড়িয়ে ধরেন আলিয়া-রানি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই বিশেষ মুহূর্ত। সেলিব্রিটি সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎকারের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে আলিয়াকে হাত ধরে প্যান্ডেলে নিয়ে আসছেন ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অপর একটি ক্লিপে ধরা পড়ে আলিয়া-রানির কথোপকথনের মুহূর্ত।
কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছান তানিশা। প্যাপেদের আবদারে একফ্রেমে ধরা দেন সকলে। আরও একটি মুহূর্ত লেন্সবন্দি প্যাপেদের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে সেলফি তুলতে ব্যস্ত আলিয়া। আর ঠিক সেই সময়ই রানির শাড়ির উপর আচমকা পা পড়ে যায় আলিয়ার। ব্যাস, সঙ্গে সঙ্গে হেসে লুটোপুটি দুজনেই। মণ্ডপ থেকে বেরনোর সময় অনুরাগীদের সেলফি আবদার মেটান আলিয়া।
আরও পড়ুন মণ্ডপে মা দুর্গা তবুও মন খারাপ কাজলের, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আর কী হল?
কাজল-রানির বাড়ির পুজোয় বাঙালি অভিনেত্রী নায়রা বন্দ্যোপাধ্যায়ের ধুনুচি নাচের সময় বিপদ! শাড়ির আঁচলের সঙ্গে ধুনুচি আটকে গেলে পাপারাজ্জিরা দৌড়ে এসে বিপদের হাত থেকে বাঁচান। মায়ের সঙ্গে বসে ভোগও খান অভিনেত্রী। প্যাপেদের সঙ্গে চোখাচুখি হতেই হাসেন নায়রা। চেনা ছন্দে এবারের পুজোতেও কাজল, রানি নিজের হাতে ভোগ পরিবেশন করেছেন। সঙ্গে ছিলেন অয়ন মুখোপাধ্যায়ও।