/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-12-14-51.jpg)
চোখে জল...
Kajol-Rani Mukerji-Deb Mukherjee: প্রতি বছরের মতো এবছরও মুখোপাধ্যায় বাড়িতেও মা দুর্গার বোধনের আনন্দে মাতোয়ারা পুরো পরিবার। কিন্তু, পুজোর আনন্দের মাঝেও রয়েছে বিষাদের সুর। পুজোর আগেই কাকা দেব মুখোপাধ্যায়কে হারিয়ে পরিবারে যেন থমথমে পরিবেশ। সকলে এক ছাদের নীচে মিলিত হলেও চোখে জল। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে উৎসবের সূচনা করল মুখোপাধ্যায় পরিবার। তনিশা মুখোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজল-রানি উদ্ভোধন করলেন নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল। সেই সময়ই যেন মনের ভিতর 'কুছ কুছ হোতা হ্যায়'।
কাকার স্মৃতিতে দুচোখ বেয়ে জল গড়িয়ে গেল কাজল-রানির। সেই আবেগঘন মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। গত মার্চেই প্রয়াত হয়েছেন অয়নের বাবা প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল।একটিতে দেখা যাচ্ছে অয়ন মুখোপাধ্যায় দুর্গাপুজোর আনন্দে যোগ দিয়েছেন। বাবার প্রয়াণের পর এটি তাঁর প্রথম দুর্গোৎসব। পরিবারের তাঁকে আদর করে দেবু নামেই ডাকত। দেব মুখোপাধ্যায় ছিলেন নর্থ মুম্বই সর্বজনীন দুর্গাপুজোর অন্যতম সংগঠক। প্রতিবছর তিনি প্যান্ডেলে উপস্থিত থাকতেন।
অন্য এক ভিডিওতে দেখা যাচ্ছে, কাজল, রানি ও তনিশা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই আবেগঘন পারিবারিক মুহূর্তের মাঝেই কাজল ও তাঁর তুতো ভাই অয়ন মুখোপাধ্যায়ের উষ্ণ আলিঙ্গনের মুহূর্তও ছড়িয়ে পড়েছে নেটভুবনে। একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজও দেন তাঁরা। পুজোর এই চারটি দিন একেবারে আদ্যোপান্ত বাঙালি বধূ হিসেবে ধরা দেন রানি। পরণে শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা অন্যদিকে শাড়িতে নজর কাড়েন কাজল।
ষষ্ঠীর দিন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাজল পরেছেন বেইজ অর্গাঞ্জা শাড়ি সঙ্গে লাল ব্লাউজ। ঐতিহ্যবাহী সাদা বাঙালি সিল্কের শাড়িতে অপরূপা রানি। দু’জনেরই হালকা মেকআপ। কাজল ও রানি একসঙ্গে প্যান্ডেলের পর্দা সরিয়ে দুর্গা মূর্তির উন্মোচন করেছেন। সেই সময়ে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছিল মা দুর্গার গান। দেবীর পূর্ণ রূপ প্রকাশিত হতেই দু’জনেই হাত জোড় করে প্রণাম করেন। মায়ের মুখ দর্শনের পরই তাদের চোখে-মুখে আবেগের ছাপ একেবারে স্পষ্ট।
আরও পড়ুন অর্ণব আমাকে লাল রঙে দেখতে ভালবাসত তাই লাল শাড়িতেই মা দুর্গাকে বরণ করব: পৌষমিতা