scorecardresearch

বড় খবর

মুম্বইয়ের রাস্তায় অটোয় ঘুরছেন আলিয়া ভাট, দেখুন ভাইরাল ভিডিও

বিলাবহুল গাড়ি ছেড়ে অভিনেত্রীকে অটোয় ঘুরতে দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা।

মুম্বইয়ের রাস্তায় অটোয় ঘুরছেন আলিয়া ভাট, দেখুন ভাইরাল ভিডিও
আলিয়া ভাট

একপ্রস্থ দেখে চমকে গিয়েছেন অনেকেই! বিলাবহুল গাড়ি ছেড়ে নাকি আলিয়া ভাট (Alia Bhatt) অটো সফরে মজেছেন। এমনই দৃশ্য ফুটে উঠেছে স্বপ্ননগরীর রাজপথে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেল নিজের চিরাচরিত বহুমূল্য গাড়ি ছেড়ে অটো-রিকশায় যাতায়াত করতে। পরনে সাদা জামা, জিন্স, কাধে ব্যাগ মুম্বাইয়ের ভারোসভা জেটিতে অটো থেকে নেমেই হাঁটতে শুরু করলেন অভিনেত্রী। যথারীতি এতে হতবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীদের অনেকেই। যদিও কেন গাড়ি ছেড়ে অটোয় যাতায়াত করলেন আলিয়া, তার কারণ জানা যায়নি, তবে ওই ভিডিও নেটদুনিয়ায় এখন বেজায় ভাইরাল।

ভাইরাল ভিডিও দেখে নেটজনতার একাংশ স্বাভাবিকভাবেই নিয়েছেন বিষয়টি। বেশিরভাগের মন্তব্য, একজন সাধারণ মানুষ হিসেবে অটোতে চাপার অধিকার অভিনেত্রীরও আছে এবং এটি খুবই সাধারণ ব্যাপার। অনেকের মতে আবার, অটো চালক ভাগ্যবান! অনেকেই আবার প্রশংসা করেছেন, তাঁর ড্রেসিং সেন্সের। কিন্তু তার মাঝেই কেউ কেউ আবার ট্রোল করলেন আলিয়াকে। তাদের কথায়, এটা খারাপ পাবলিসিটি ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন বোন রিহার বিয়েতে কেঁদে ভাসালেন সোনম কাপুর, ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত

প্রসঙ্গত, আলিয়া বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্টে কাজ করছেন। অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রর শুটিং শেষ পর্যায়ে। সঞ্জয় লীলা বানসালির গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির শুট শেষ। সম্প্রতি, ফারহান আখতরের ‘জি লে জারা’ তেও হাত দিয়েছেন তিনি। পিছিয়ে নেই রজমৌলির RRR এর রিলিজ ডেট। করণ জোহরের পরিচালক হিসেবে কামব্যাক এও সঙ্গী হয়েছেন তিনি। অতঃপর প্রশ্ন উঠেছে, শুটিং নাকি প্রমোশন? নাকি ব্যক্তিগত কিছু কারণ?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatts auto ride video goes viral