Advertisment
Presenting Partner
Desktop GIF

আনন্দে আত্মহারা কাপুর পরিবার, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া

খুশিতে ফুটছেন কাপুর এবং ভাট পরিবারের সকলে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia having the first baby

সন্তানের জন্ম দিলেন আলিয়া

খুশির খবর কাপুর পরিবারে। কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট! সকাল হতেই পৌঁছেছিলেন হাসপাতালে। কাপুর বধূর কোল আলো করে এল ফুটফুটে এক পরী।

Advertisment

রণবীর আলিয়াকে সকাল সকাল হাসপাতালে দেখতেই আন্দাজ করে নিয়েছিলেন অনেকে। আজই যে বেবি কাপুর পৃথিবীর আলো দেখতে চলেছেন সেই ধারণাও মিলেছিল। নিতু কাপুর, সোনি রাজদন, থেকে শাহীন ভাট উপস্থিত ছিলেন সকলেই। বেলা ১২ টা নাগাদ তাঁকে লেবারে নিয়ে যাওয়া হয়।

একে একে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন দুই পরিবারের অনেকেই। মহেশ ভাট যেন আবেগে ফুটছেন। নতুন সদস্য এসেছে বলে কথা। অনুরাগীরাও বেজায় খুশি। ভাল আছেন আলিয়া। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। সূত্র বলছে, সিজারের মাধ্যমেই সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। যদিও কাপুর পরিবারের তরফে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।

আরও পড়ুন < সাত সকালে হাসপাতালে ছুটলেন রণবীর-আলিয়া! খুশির হাওয়া কাপুর পরিবারে >

শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। রণবীর-আলিয়ার অনুরাগীরা বলছেন, রালিয়ার জীবনের নতুন আলো এসে গিয়েছে। চোখে জল রালিয়া প্রেমীদের। কাপুর পরিবারেও যে খুশির হাওয়া বইছে একথাও বলাই যায়। এবছর এপ্রিলে বিয়ে, জুন মাসেই সন্তান আসার সুখবর দিয়েছিলেন কাপুর বধু। তাঁর পরেও হলিউড সিনেমার শুট করেছেন। রণবীর নিজেও বেজায় যত্নে রেখেছিলেন আলিয়াকে। বাচ্চাকে বড় করতে যে বাবার ভূমিকাও অনেকটাই সেই সম্পর্কেও জানিয়েছিলেন। অনেক প্ল্যানিং আগেভাগেই সেরে ফেলেছেন তাঁরা।

পাঁচ বছরের সম্পর্কের পরেই গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া-রণবীর। বেবি সিম্বাকে নিয়ে মাসাইমারা যাবেন এও ভেবে রেখেছেন রণবীর। বাচ্চা সামলানো চারটি-খানি কথা নয়। তাই আগেভাগে ট্রেনিং নিতেও শুরু করেছিলেন। পরিবারের সকলেই উপস্থিত থাকলেও রণবীরের বোন রিধিমা কিন্তু বিশেষ কারণেই অনুপস্থিত। এখন শুধুই খুদে সদস্যর নাম জানার পালা। রালিয়ার সন্তানকে একঝলক দেখতে উৎসুক নেটিজেনরা।

alia bhatt Ranbir-Alia ranbir kapoor Entertainment News
Advertisment