Alivia Sarkar Health Update: টেকনিশিয়ান স্টুডিও-তে তখন পুরোদমে চলছিল 'রাপ্পা রাও অ্যান্ড ফুলস্টপ ডট কম'-র শুটিং। আচমকা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মারাত্মক বমি টলি অভিনেত্রী অলিভিয়া সরকারের। রাত সাড়ে দশটাতেও শরীরের একই অবস্থা। চোখ মুখ একেবারে লাল! শেষ দৃশ্যের শটটাও দিতে পারেননি অলিভিয়া। শুটিং সেট থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
হাতে স্যালাইনের নল লাগানো একটি ছবি ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করে অসুস্থতার খবর জানিয়েছেন। খাবারে বিষক্রিয়া থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তারও উল্লেখ রয়েছে পোস্টে। বর্তমানে অলিভিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়।
/indian-express-bangla/media/post_attachments/7eddcdfb-ff4.jpg)
তিনি বলেন, 'আমি এখন খুব কড়া ডায়েটে আছি। একটু তেল-মশলা জাতীয় খাবার খেলেই সমস্যা হয়। বাইরের খাবার একদমই খাই না। কাল হয়তো ওখানের কোনও খাবার খেয়েই এটা হয়েছে। তবে বোঝা তো যায় না কী থেকে হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎ মাথা যন্ত্রণা, সঙ্গে বমি। প্রথমে ভেবেছিলাম ওষুধে সেরে যাবে। কিন্তু, কিছুতেই কমছিল না। রাতের দিকে আমার একটা গুরুত্বপূর্ণ শটও ছিল। সেটাও ভেবেছিলাম একটু সুস্থ হলেই করে দেব। কিন্তু, চোখ-মুখের যা অবস্থা হয়েছিল তাতে সেটা আর সম্ভব হয়নি। আমার শরীরের ওইরকম অবস্থা দেখে রাত সাড়ে দশটা নাগাদ প্রোডাকশন থেকেই হাসপাতালে নিয়ে যায়। ইনজেকশন-স্যালাই সবই দেওয়া হয়। রাত একটা নাগাদ আমি বাড়ি আসি।'
অলিভিয়ার মনের জোর প্রবল। এত অসুস্থতা সত্ত্বেও তিনি বলেন, 'এখন আগের থেকে অনেক ভাল আছি। আগামীকাল শুটেও যাব। তবে ডায়েটটা সেভাবে কয়েকদিন মানতে পারব না। এখন সিদ্ধ খাবারই খেতে হবে। প্রচুর পরিমানে জল খাচ্ছি। ডিহাইড্রেশন যাতে না হয় ওআরএস -এর জলও খাচ্ছি। সলিড ফুড বলতে স্টু আর ফলটাই এখন ডক্তার খেতে বলেছে।'
হাসতে হাসতে অলিভিয়া বলেন, 'আমি একা থাকি তো, তাই সামান্য অসুস্থাকে অত গুরুত্ব দিই না। মনের জোরে সবটা সামলে নিই। তাছাড়া প্রোডাকশনের তরফে যে সাহায্য পেয়েছি সেটা সত্যিই অতুলনীয়। ওঁরা আমার খুব খেয়াল রাখে। তাই কাল আমাকে কোনওভাবে আর কষ্ট দিতে চায়নি। কালকের জন্য শটটাও অগত্যা বাতিল করেছে।'