Pushpa 2 Collection: দিনটা ৫ ডিসেম্বর। মুক্তি পেয়েছিল বহু প্রতিক্ষীত মুভি পুষ্পা ২। পুষ্পার প্রথম পর্বের দুরন্ত সাফল্যের পর পুষ্পা ২-এর জন্য মুখিয়ে ছিল সিনেপ্রেমী মানুষ। পরিচালক সুকুমার পুষ্পা দ্য রুল অর্থাৎ দ্বিতীয়ভাগের ঘোষণা করতেই সিনেপ্রেমীদের উচ্ছ্বাস ছিল একেবারে তুঙ্গে। ছবির মুক্তির আগেই যেন সুপারহিট। আর ৫ ডিসেম্বর রিলিজের পর তো বক্স অফিসে সুনামি।
আল্লু অর্জুন-রশ্মিকার যুগলবন্দিতে পুষ্পা ২-এর বিজয় রথ ছুটে চলেছে। ১২ দিনে বিশ্বব্যাপী ১৫০০ কোটির ক্লাবে পৌঁছে গেল পুষ্পা দ্য রুল বা পুষ্পা ২। ইতিমধ্যেই ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছে পুষ্পা ২। ১১ দিনে ১৪০০ কোটি ছুঁয়ে ফেলেছে অল্লু-রশ্মিকার ছবি। উল্লেখ্য, সোমবার তুলনামূলক একটু কম ব্যবসা করে পুষ্পা ২। তবুও ৩০ কোটি মতো ব্যবসা করে বিশ্বব্যাপী আয়ের নিরিখে ১৫০০ কোটির ঘরে পৌঁছেছে এই ছবি।
ছবির ব্যবসার গ্রাফ অনুযায়ী, সোমবার তেলুগু ভার্শনে থেকে হিন্দি ভার্শনের আয় বেশি। সপ্তাহের প্রথম দিনই ভারতে ২৭.৭৫ কোটির ব্যবসা করেছে পুষ্পা ২-এর হিন্দি ভার্শন। এর মধ্যে হিন্দি ভার্শনের আয় ২১ কোটি। তেলুগু আর তামিল ভাষার পুষ্পার ঝুলিতে এসেছে যথাক্রমে ৫.৪৫ কোটি ও এক কোটি।
আরও পড়ুন: ৮০০ কোটির ক্লাবে 'Pushpa 2', জানেন বছরে কত টাকা ট্যাক্স দিয়েছেন আল্লু অর্জুন?
Sacnilk-এর রিপোর্ট মোতাবেক বিশ্বজুড়ে ১২ দিনে পুষ্পা ২- এর মোট আয় ৯২৯.৯৫ কোটি। ১২ দিনে হিন্দি ভার্শনের মোট আয় ৫৭৩.১ কোটি আর তেলুগু ভাষার আয় ২৮৭.০৭ কোটি টাকা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতে পুষ্পা ২-এর ১২ দিনের আয়ের হিসেব। প্রথম সপ্তাহে পুষ্পা ২-এর মোট আয়- ৭২৫.৮ কোটি।
আরও পড়ুন: RRR-KGF2 সব ফেল, আল্লু অর্জুনের পুষ্পা ২ ঝড়ে তোলপাড় বক্স অফিস
নবম দিনে ৩৬.৪ কোটি, দশমে পুষ্পার আয় ছুঁয়েছে ৬৩.৩ কোটিতে। ১১ ও ১২ দিনে পুষ্পার আয় যথাক্রমে ৭৬.৬ ও ২৭.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে ১২ দিনে ভারতে পুষ্পা ব্যবসা করেছে ৯২৯.৮৫ কোটি। আর বিশ্বব্যাপী আয় ১৫০০ কোটি। পুষ্পা ২ যে নতুন মাইলস্টোন গড়ল সে কথা বলাইবাহুল্য।