Allu Arjun Arrest: গ্রেফতার আল্লু অর্জুন, সিনেমা হলে পদপিষ্টের ঘটনায় অভিযুক্ত 'পুষ্পা' তারকা

Allu Arjun Arrested in Sandhya Theatre Stampede Case in Hyderabad: বাড়িতে বসে কি চা খাচ্ছিলেন পুষ্পা? তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে হায়দ্রাবাদ থানার পুলিশ। অভিনেতা দ্বারস্থ হয়েছেন তেলেঙ্গানা কোর্টের।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
allu arjun arrested

Allu Arjun: আল্লুকে ধরে নিয়ে গেল পুলিশ...

Allu Arjun Arrested: পুষ্পা ২ এর অনবদ্য সাফল্য। কিন্তু তাও দক্ষিণী তারকার রেহাই নেই। অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হল থানায়। অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, আর আজই তাঁকে নেওয়া হল থানায়।

Advertisment

আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছিল, সন্ধ্যা থিয়েটারে এক নির্দোষ মহিলার মৃত্যুর কারণে। কাউকে কিছু না জানিয়ে, অর্জুন সেই থিয়েটারে তাঁর দেহরক্ষীদের নিয়ে হাজির হন। কিন্তু না ছিল সেখানে পুলিশি নিরাপত্তা, না ছিল তাঁর আসার আগের প্রস্তুতি। লাগামছাড়া ভিড় জমা হয় তাঁকে দেখতে। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে দম আটকে মারা জন রেবতী। এবং তাঁর নয় বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে সেই থিয়েটারের মালিক এবং তারকার বিরুদ্ধে মামলা দায়ের করে মৃতার পরিবার। অভিনেতা ঘোষণা করেছিলেন সেই পরিবারের পাশে থাকবেন, কিন্তু না! আইনের চোখে ফসকে বেরোনো এত সহজ না। হায়দ্রাবাদে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। 

আরও  পড়ুন   -   Allu Arjun In politics: রুপোলি পর্দার সাফল্যের পর এবার রাজনীতিতে পা আল্লু অর্জুনের? বড় আপডেট পুষ্পার...

Advertisment

সুত্রের খবর, আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার আধিকারিকরা সেখানে জড়ো হন অভিনেতার বাড়িতে। অভিনেতা তেলঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন, কিন্তু যেহেতু শুনানি হয়নি তাই এটি সম্ভব হয়নি। 

ইতিমধ্যেই সন্ধ্যা থিয়েটারের মালিক ও দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করার যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দিব্যি হেসে হেসে চা খেতে খেতে তিনি থানায় যাচ্ছেন। কিছুদিন ধরে তাঁকে রাজনীতিতে দেখা যাবে কিনা এই নিয়ে চর্চা। যদিও, সেটিকে হাওয়ায় উড়িয়েছেন তিনি। 

Telugu Allu Arjun South Film Industry pushpa pushpa the rise