Allu Arjun Arrested: আজ বেলা গড়াতেই আল্লু ফ্যানদের জন্য ঘনিয়ে এলো দুঃসংবাদ। কারণ, তাঁদের ঈশ্বরকে নিয়ে যাওয়া হল জেলে। পুষ্পা ২ ছবি রিলিজ করেছে মাত্র ৮ দিন হল, সেখানে আজকে তাঁকে গ্রেফতার করে হায়দ্রাবাদ পুলিশ। সকলের চা খেতে খেতেই পুলিশি হেফাজতে অর্জুন।
দক্ষিণী সুপারস্টার বানি আন্না অর্থাৎ অর্জুন যাকে নিয়ে তাঁর ভক্তদের উন্মাদনার শেষ নেই, এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাজির হন তাঁর বাড়ির সামনে। তাঁর গ্রেফতারির কারণ, ৪ তারিখ হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে রেবতী দেবীর মৃত্যু। কোনরকম ঘোষণা না করে, সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা না করেই সন্ধ্যা থিয়েটারে হাজির হন আল্লু অর্জুন। এবং তাঁকে দেখতে যে বাঁধনছাড়া ভিড়ের সৃষ্টি হয়, তাতে পদপিষ্ট হয়ে মারা যান সেই মহিলা। এবং তাঁর ৯ বছরের ছেলেটিকে ভর্তি করা হয় হাসপাতালে।
আরও পড়ুন - Allu Arjun Arrest: গ্রেফতার আল্লু অর্জুন, সিনেমা হলে পদপিষ্টের ঘটনায় অভিযুক্ত 'পুষ্পা' তারকা
এই ঘটনা ঘটার পরেই হায়দ্রাবাদ থানায় মৃতার পরিবার সন্ধ্যা থিয়েটার এর মালিক, দুই কর্মচারী এবং অর্জুনের বিরুদ্ধে মামলা করেন। যার কারণেই আজকে তাঁকে বাড়ি থেকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। আর এই ঘটনা যখন ঘটছে, সেখানে উপস্থিত ছিলেন তাঁর বাবা এবং স্ত্রী স্নেহা। অভিনেতা যেভাবে সহযোগিতা করে রওনা দিলেন, এতটা ক্যাজুয়াল কাউকে দেখা যায় না। চা খেতে খেতে, হাসিমুখে যেতে দেখা গেল তাঁকে। আর তাঁর আগে স্ত্রী স্নেহাকে গালে চুমু খেয়ে গেলেন। বারবার আশ্বস্ত করার চেষ্টা করলেন কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে।
তাঁর গ্রেফতারির পরে, একত্র হয়েছেন তাঁর ভক্তরা। রাস্তায় রাস্তায় জমে গিয়েছে ভিড়। সূত্রের খবর, সুত্রের খবর, আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার আধিকারিকরা সেখানে জড়ো হন অভিনেতার বাড়িতে। অভিনেতা তেলঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন, কিন্তু যেহেতু শুনানি হয়নি তাই এটি সম্ভব হয়নি।